রোববারের আলাপন- গণ-শরীরচর্চা দিবস
2023-08-20 06:36:39

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ এবং আকাশ।


ভাই, অনুষ্ঠানের শুরুতে, আমরা প্রথমে বাংলাদেশের একটি খবর আমাদের ভাইবোনদের সাথে শেয়ার করব, কেমন?


চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৫০৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৩৮৭ জন মারা গেছেন। ১৩ আগস্ট ইউএনবি বার্তাসংস্থা দেশটির স্বাস্থ্য পরিষেবা ব্যুরোর বরাত দিয়ে এ তথ্য জানায়।

বার্তাসংস্থা আরও জানায়, বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার সবখানে ডেঙ্গু ছড়িয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রোগের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এই বৈশ্বিক সংস্থাটি।


ভাই, আমি উত্তরার থাকার সময় আমিও একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। তাই আমি জানি, এ রোগ শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমি আমাদের বাংলাদেশের ভাইবোনদের জন্য অনেক দুশ্চিন্তা করছি। এ রোগ কিভাবে প্রতিরোধ ও চিকৎসা নিতে পারবে এ সম্পর্কে আপনি আমাদের ভাইবনদের সাথে কিছু বলতে পারবেন কি?

তৌহিদ: 

সংগীত

বন্ধুরা, ৮ আগস্ট হল চীনের গণ-শরীরচর্চা দিবস, আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন?

এ বছরের গণ-শরীরচর্চা দিবস হচ্ছে চীনের ১৫তম গণ-শরীরচর্চা দিবস। এ বছর প্রথমবার ৮ আগস্টের এ সপ্তাহ ‘ক্রীড়া প্রমোশন সপ্তাহ’ হিসেবে পালন করা হচ্ছে। এ সময় দেশজুড়ে নানাভাবে গণ-শরীরচর্চা কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। 

বন্ধুরা, চীন গণ-শরীরচর্চাকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। গণ-শরীরচর্চা ইতোমধ্যে দেশের কৌশলে পরিণত হয়েছে। আবাসিক এলাকার আশেপাশে খেলাধুলার পার্ক অনেক বেড়েছে। বিভিন্ন ধরনের অনলাইন ও অফলাইন গেমসের আয়োজন করা হচ্ছে। জনগণের চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গেমস আয়োজন করা, খেলাধুলার স্থাপনা বা মাঠ এবং যথাযথ শরীরচর্চার ব্যবস্থা উন্নত করা হচ্ছে। গণ-শরীরচর্চার গণসেবা ব্যবস্থা আরো উচ্চ মানে উন্নীত হচ্ছে। যা ‘খেলাধুলা খাতে শক্তিশালী দেশ’ ও ‘সুস্থ চীন’—এই দুটি লক্ষ্য বাস্তবায়নে শক্তিশালী প্রেরণা যুগিয়েছে। ‘জনগণকে কেন্দ্র করা’ ইতোমধ্যে নতুন যুগে চীনের খেলাধুলা উন্নয়নের মৌলিক দিক-নির্দেশনায় পরিণত হয়েছে। খেলাধুলা মানুষের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১৯৯৫ সালের জুন মাসে, ‘গণ-শরীরচর্চা পরিকল্পনা’ প্রকাশিত হয়। চীনে আনুষ্ঠানিকভাবে গণ-শরীরচর্চা পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু হয়। এরপর দেশের উন্নয়ন পরিকল্পনায় বা সরকারের কর্ম-প্রতিবেদনে গণ-শরীরচর্চাকে গুরুত্বারোপ করা হয়। গণ-শরীরচর্চা চীনের জাতীয় কৌশলে উন্নত করা হয়েছে। এরপর ‘সার্বিকভাবে নতুন যুগে স্কুলের খেলাধুলা উন্নত করা বিষয়ক পরিকল্পনা’, ‘গণ-শরীরচর্চা পরিকল্পনা ২০২১ সাল- ২০২৫ সাল’, ‘খেলাধুলার খাতে শক্তিশালী দেশ নির্মাণের পরিকল্পনা’, ‘সুস্থ চীন ২০৩০ পরিকল্পনা’সহ একাধিক নীতি প্রকাশিত ও চালু হয়েছে। যা গণ-শরীরচর্চার অব্যাহত উন্নয়নের বিষয়কে নিশ্চিত করে।

সংশ্লিষ্ট তথ্যে দেয়া যায়, ২০২০ সালে, চীনে মাঝে মাঝে শরীরচর্চা করা মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৩৭.২ শতাংশে পৌঁছেছে। তথ্যানুযায়ী, গণ-শরীরচর্চার অব্যাহত সুষ্ঠু উন্নয়ন প্রবণতা বজায় রয়েছে। পাশাপাশি, অনেকে ইতোমধ্যে গণ-শরীরচর্চার ধারণা গ্রহণ করেছেন। 

বন্ধুরা, ৮ আগস্ট, ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস শেষ হয়। তাসহ একাধিক বড় আকারের আন্তর্জাতিক গেমসের আয়োজন চীনের গণ-শরীরচর্চা খাত অনেক এগিয়ে নিয়েছে। আমরা এবারের ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের উদাহরণটি দেখি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজক শহর নির্বাচিত হওয়ার পর থেকে, ছেংতুতে মোট ৪৯টি স্টেডিয়াম নির্মিত হয়েছে বা সংস্কার হয়েছে। এর মধ্যে, ৩৬টি আগের পুরানো স্টেডিয়াম থেকে উঁচু মানে উন্নীত করা। সংস্কার করা স্টেডিয়ামগুলো বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। গেমস আয়োজনের পর তা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া খাত উন্নয়নে কাজ করতে পারবে।


পাশাপাশি, ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের স্টেডিয়াম ও স্থাপনা ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের শরীরচর্চার জন্য খুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, এ সব স্টেডিয়াম ও স্থাপনা ৫০.৯ লাখ লোককে সেবা দিয়েছে।


এ ছাড়া, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজক শহর নির্বাচিত হওয়ার পর থেকে, ছেংতুতে পার্কের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। পার্কের আয়তন বেড়ে হয়েছে ১ হাজার চারশ’ হেক্টর। শহরে দৌড়ানোর পথের দৈর্ঘ্য ৬ হাজার কিলোমিটার ছাড়িয়েছে। যা ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের খবর।


বন্ধুরা, দীর্ঘমেয়াদে চীনের গণ-শরীরচর্চার স্থাপনা, স্টেডিয়াম ও মাঠ নির্মাণকাজ অব্যাহতভাবে উন্নত করা হয়েছে। সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২১ সালের শেষ পর্যন্ত, দেশব্যাপী মোট ৩৯ লাখ ৭১ হাজার ৪শ খেলাধুলার স্টেডিয়াম ও মাঠ রয়েছে। 


বন্ধুরা, গণ-শরীরচর্চা জগগণের সঙ্গে জড়িত, চীনে জনগণকে কেন্দ্র করে তার উন্নয়নের কাজ অবশ্যই আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং জনগণের শরীরচর্চার চাহিদা পূরণে অবশ্যই আরো বেশি কাজ করা হবে।

তৌহিদ ভাই, চীনের গণ-শরীরচর্চার খাত সম্পর্কে আপনি কি মনে করেন?

(আকাশ/তৌহিদ)