ইয়াং খুনের "একাকীত্বের প্রতি আকৃষ্ট"
2023-08-19 19:25:29

ইয়াং খুন, ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পাওথৌ শহরের খুনতুলুন অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূখণ্ডের একজন পুরুষ গায়ক, সঙ্গীতশিল্পী ও অভিনেতা। ইয়াং খুন একজন অত্যন্ত প্রতিভাবান গায়ক। চীনা শৈলী ছাড়াও, তিনি দক্ষতার সাথে গানে আমেরিকান ও ল্যাটিন আমেরিকান শৈলী ব্যবহার করতে পারেন। তিনি অনন্য একজন গায়ক। আজকের অনুষ্ঠানে তার ‘আজ রাতে বিশ বছর বয়সী’ অ্যালবামের কয়েকটি গান আপনাদের সাথে শেয়ার করব।

ইয়াং খুনের কন্ঠস্বর অনেকটা কর্কশ, পুরুষালি। এটি তাঁর স্বাতন্ত্র্যের প্রতীক। ইয়াং খুনের কণ্ঠে দৃঢ়তা ও কোমলতার সমন্বয় আশ্চর্যজনক, এবং এই কারণে তাকে "চৌম্বক পুরুষ কণ্ঠস্বর" নামে ডাকা হয়।

"একাকীত্বের প্রতি আকৃষ্ট" হল ২০১৭ সালে প্রকাশিত ইয়াং খুন-এর অ্যালবাম। এতে ১১টি গান রয়েছে।

তিন বছর পর, ইয়াং খুনের নবম অ্যালবাম "একাকীত্বের প্রতি আকৃষ্ট" প্রকাশিত হয়। এটি একটি হৃদয়গ্রাহী রেকর্ড যা ৭ কোটি শহুরে মানুষকে স্পর্শ করেছিল। "একাকীত্বের প্রতি আকৃষ্ট" অ্যালবাসে যৌবনের পথভ্রষ্টতা, যৌবনের সংগ্রাম, মধ্যবয়সের আকাঙ্ক্ষা ও সংগ্রাম তুলে ধরা হয়েছে।

ইয়াং খুনের অ্যালবামের শিরোনাম গান "একাকীত্বের প্রতি আকৃষ্ট" ও "চ্যাম্পিয়নের হৃদয়" চলচ্চিত্রের থিম গান হিসেবে ব্যবহৃত হয়েছে। ইয়াং খুন এ অ্যালবাম এবং এ চলচ্চিত্রের মাধ্যমে একজন সঙ্গীতজ্ঞের সবচেয়ে অনেস্ট কণ্ঠকে বিশ্বের সাথে শেয়ার করেছেন।

প্রত্যেকেই একাকীত্ব অনুভব করে। ইয়াং খুনের কাছে, এই "একাকীত্বের প্রতি আকৃষ্ট" ব্যক্তিটি তিনি নিজে এবং “চ্যাম্পিয়নের হৃদয়” চলচ্চিত্রের মাধ্যমে একাকীত্বের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন থান খাই। চলচ্চিত্রের মূল চরিত্র একজন পেশাদার বক্সার, যিনি ঘটনাক্রমে তার সেরা ভাইকে হত্যা করেন এবং গভীর আত্মগ্লানির শিকার হন। নাম থেকে বোঝা যায়, এটি একাকীত্বের জন্য গাওয়া একটি গান। ইয়াং খুন একাকী, কারণ তিনি তার অভ্যন্তরীণ অধ্যবসায়কে আটকে রেখেছেন; এবং থান খাইও একাকী, কারণ তার একটি চ্যাম্পিয়নের হৃদয় রয়েছে। গানটি পিয়ানোর সাথে গাওয়া হয়েছে। গানের প্রতিটি বাক্যই এক একটি কবিতার মতো। "একাই, শরতের বাতাস শুনলে, বুঝতে পারবে" এবং "ফিনিক্স গাছের মতো, পতিত পাতা ব্যবহার করে, আলতো করে আবৃত্তি করে", যেন শ্রোতাকে "একাকীত্বের" জগতে নিয়ে যায়। বাইরের জটিল বিশ্বের মুখোমুখি হওয়ায়, এমনকি আপনি একা থাকলেও, আপনাকে অবশ্যই আপনার হৃদয়ের প্রতি অনুগত থাকতে হবে এবং এটি উপভোগ করতে শিখতে হবে। ইয়াং খুন গেয়েছেন, ভয় পাবেন না, "যদি একাকীত্ব প্রশংসার যোগ্য হয়, তবে তা ধরে রাখার মানুষ নায়ক হবে।"

একাকীত্ব সর্বব্যাপী, ঠিক যেমন চলচ্চিত্রের চরিত্র থান খাইয়ের মতো। প্রত্যেক বার একা খাওয়ার সময়, প্রতিটি নিদ্রাহীন রাত, এমনকি আনন্দের পিছনে আছে শীতলতা; আপনি অনিবার্যভাবে একাকী বোধ করবেন। "একাকীত্বের প্রতি আকৃষ্ট" হল নিরাময়কারী গান, যা এই মুহূর্তে আপনার সঙ্গী। গানটিতে ছেলেমেয়েদের ভালোবাসা রয়েছে এবং গতকালের স্বপ্নও রয়েছে। পৃথিবী টালমাটাল, সবাই নিজের সিদ্ধান্ত নিয়ে সামনে এগুচ্ছে, এবং সবাই প্রতিনিয়ত আটকে আছে। তাদের কি লোভী হতে হবে নাকি একা থাকতে হবে? উত্তর পাওয়া যাবে "একাকীত্বের প্রতি আকৃষ্ট" গানে।

ইয়াং খুনের অ্যালবামে "একাকীত্বের প্রতি আকৃষ্ট" এবং "চ্যাম্পিয়নের হৃদয়" চলচ্চিত্রের থিম গান রয়েছে। তিনি শ্রোতাদেরকে  আরও সম্ভাবনার কথা শোনানোর জন্য সঙ্গীতকে ব্যবহার করেছেন। আসুন, আমরা একদম চুপ হয়ে শুনি তার একাকী কণ্ঠস্বর। (ইয়াং/আলিম)