‘শীতের বৃষ্টি’
2023-08-16 18:32:16

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ হুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিউ হুয়ান, ১৯৬৩ সালের ২৬ অগাস্ট চীনের থিয়ান চিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপসংগীত মহলের বিখ্যাত কণ্ঠশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষাবিদ। তিনি চীনের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিষয়ের অধ্যাপক।

 

লিউ হুয়ান থিয়ান চিনের এক শিক্ষক-পরিবারে জন্মগ্রহণ করেন। লিউ হুয়ান ছোটবেলা থেকেই বেইজিং অপেরা খুব পছন্দ করতেন এবং গাইতেও পারতেন।

 

১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত লিউ হুয়ান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের ফরাসি সাহিত্য বিভাগে লেখাপড়া করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লিউ হুয়ান সংগীতের প্রতি যথেষ্ট অনুরাগী ছিলেন। লিউ হুয়ান বলেন, ‘আমি সর্বপ্রথমে ধ্রুপদী সংগীত সম্পর্কে জানতে পারি। তাই আমি ধ্রুপদী সংগীতের মাধ্যমে সংগীতের প্রেমে পড়ি। শুরুর দিকে আমি খুব পপসংগীত শুনতাম। পরে বেশি বেশি ধ্রুপদী সংগীত শুনতে থাকি।’ 

 

বন্ধুরা, এখন শুনুন লিউ হুয়ানের গান ‘শীতের বৃষ্টি’। গানের কথায় বলা হয়, কেন এই জমি এত ফ্যাকাশে হয়। কেন এই আকাশ এত ভারাক্রান্ত হয়। শীতের বৃষ্টি আসছে, এই কারণেই/ কেন তোমার দৃষ্টি এত অচেনা হয়, কেন তোমার ঠোট এত প্রীতিহীন হয়। প্রেম আর নেই, এই কারণেই? আর অজুহাত সৃষ্টি করো না। কারণ তোমার চোখ, তোমার চোখ, সবকিছুকে ব্যাখ্যা করেছে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিউ হুয়ানের গান ‘পৃথিবীকে নিয়ে বিচরণ করা’। গানের কথায় বলা হয়, মনে আছে, আমরা একসাথে সমুদ্রের পাশে বসে আছি, আকাশ দেখি। মনে হয়, তা হল সবচেয়ে দূরের জায়গা। তবে জানতাম না, তুমি আকাশের দিকে যাবে। আরো জানতাম না, তুমি আর ফিরে আসো না। তুমি আর স্মৃতি, কোনটি দূরে আছে। আগামীকালের কথা, আমিও জানি না। আমরা পৃথিবীকে নিয়ে কোন দিকে যাবো।

 

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিউ হুয়ানের গান ‘হতবুদ্ধি প্রেম’। গানের কথাগুলো এমন: ভালোবাসাকে কিভাবে স্পষ্টভাবে বলা যায়, এতে কত হতবুদ্ধি অনুভূতি আছে, আরো কত স্নেহ আছে। অতীতের কথা ভোলা যায় না। মনে এখনো আছে প্রেমের উষ্ণতা। এটাই হল প্রেম, স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় না, এটাই হল প্রেম, মানুষের দুনিয়ার কোনো দুশ্চিন্তা নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ হুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)