‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৩১
2023-08-16 18:20:19

                                   ‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৩১  


‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।       

১. বেল্ট অ্যান্ড রোড দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব গড়তে নবম সংস্কৃতি ও শিল্প বিনিময় সপ্তাহ 

সম্প্রতি বেইজিংয়ে নবম সংস্কৃতি ও শিল্প বিনিময় সপ্তাহ উদযাপিত হয়েছে। এতে চীন ছাড়াও বিভিন্ন দেশের তরুণ প্রতিভাবানরা অংশ নেন। বেল্ট অ্যান্ড রোড-সংশ্লিষ্ট দেশগুলোর তরুণদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে সাংস্কৃতিক বিনিময়ে এই ইভেন্ট আয়োজন করে বেইজিং। ফলে চীন ও অন্যান্য দেশের তরুণদের পরস্পরের প্রতিভা প্রত্যক্ষ করারও সুযোগ হয়।

 

নবম সংস্কৃতি ও শিল্প বিনিময় সপ্তাহ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের কিশোর-কিশোরীদের মধ্যে সংস্কৃতি বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে উপস্থাপন করেছে।

 

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০তম বার্ষিকী উদযাপনের সঙ্গে মিল রেখে এই বার্ষিক অনুষ্ঠানটি করা হয়, যেটি বিভিন্ন দেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধির একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।  

 

চীনের পাশাপাশি রাশিয়া, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নাইজেরিয়া, উগান্ডা, গিনি, সুদান, ক্যামেরুন ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে ১৬টি দলের ৩ হাজারেরও বেশি তরুণ চার দিনের এই ইভেন্টে যোগদান করেন।

 

গ্র্যান্ড ওপেনিং গালা ছাড়াও, এ বছরের ইভেন্টে একটি আর্ট কার্নিভাল এবং একটি অধ্যয়ন প্রোগ্রামের আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সংস্কৃতি সম্পর্কে আরও ভালভাবে জানতে পারে ও উপলব্ধি করতে পারে বলে জানান চীনা যুব প্রতিনিধি দলের সদস্য চাং চুনইয়ুয়ে।  

 

“আমরা আমাদের নৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্প প্রদর্শন করি।  বিভিন্ন দেশের কিশোর-কিশোরীদের জমকালো পারফরম্যান্সও দেখি। অন্যান্য দেশের অনেকে আমাদের নতুন বন্ধু হয়েছে।“  

 

আয়োজনে মুগ্ধ হয়েছেন বলে জানান থাই যুব প্রতিনিধি দলের সদস্য থাই চেন মেইরু।

 

“আমরা খুব খুশি। এখানে আমরা চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য ও শিল্প প্রদর্শনী দেখেছি।“

 

আয়োজকরা জানান, শুধু বৈশ্বিক সংস্কৃতির উদযাপন নয়, এই ইভেন্ট বেল্ট অ্যান্ড রোড-সংশ্লিষ্ট দেশগুলোর যুবকদের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার বন্ধনকে আরও শক্তিশালী করেছে।

সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং একবিংশ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড নির্মাণের প্রস্তাব রেখে ২০১৩ সালে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের উদ্যোগ নেয়। নীতিগত সমন্বয়, অবকাঠামো সংযোগ, বাণিজ্য সুবিধা, আর্থিক একীকরণ এবং জনগণের সাথে জনগণের আদান-প্রদান বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়।

 

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ শিহাবুর রহমান

 

২. সপ্তম চায়না এডুকেশনাল ড্রোন ইভেন্টে তরুণদের উদ্ভাবন

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপ্যালিটিতে সপ্তম চায়না এডুকেশনাল ড্রোন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ড্রোন প্রযুক্তির গতিশীল ক্ষেত্রে তরুণদের দক্ষতা, উদ্ভাবনের ক্ষমতা এবং ব্যবহারিক দক্ষতা প্রদর্শনের জন্য একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।  এতে প্রায় ২ হাজার অংশগ্রহণকারী দল থেকে ১০ হাজারের বেশি প্রতিযোগী একত্রিত হন।

চার দিনব্যাপী এই আয়োজনে ২৩টি ইভেন্টকে অন্তর্ভূক্ত করা হয়।  এতে রোটার উইং ড্রোন অপারেশন, ফিক্সড উইং ড্রোন অপারেশন এবং সৃজনশীল প্রতিযোগিতা এই তিনটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হয়।  

অংশগ্রহণকারীদের তাদের সীমাবদ্ধতা বুঝানোর এবং দক্ষতা প্রদর্শনের একটি অনন্য সুযোগ উপস্থাপন করে প্রতিটি বিভাগ।  

সপ্তম চীন শিক্ষামূলক ড্রোন ইভেন্টে আটটি উদ্ভাবনী গেমের ব্যবস্থা করা হয়।  এর মধ্যে "বড় বিমান স্থানান্তর" অন্যতম। এই বিভাগটি এই বছরের জন্য সবচেয়ে জনপ্রিয় বিমান চালনা ইভেন্টগুলোর মধ্যে একটি৷    

ইভেন্টে অ্যারোনটিক্স সায়েন্স ফোরাম, মহাকাশ বিজ্ঞান এবং শিক্ষা এক্সপো সহ সম পর্যায়ের কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

 

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ মাহমুদ হাশিম  

 

৩. আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা যুগিয়েছে চীনা বৃত্তিমূলক কর্মশালা

 

লুপান কর্মশালা। কাঠের কারু শিল্পের মাস্টার বা শিল্পী লু পানের সম্মানে নামকরণ করা একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রোগ্রাম এই লুপান কর্মশালা।  দেশটির শিক্ষার্থীদের পাশাপাশি চীনে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ খুব সহায়ক হয়েছে।  

 

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের লিমিং ভোকেশনাল ইউনিভার্সিটি সম্প্রতি ছোয়ানচৌ লুপান ওয়ার্কশপের আয়োজন করে।

পাদুকা উৎপাদনে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ক্রীড়া জুতার নকশা তৈরির পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয় শিক্ষার্থীরা।  

সুদক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে চীনা ভাষায় পরিচালিত পুরো বিষয়টির প্রতিটি ধাপের জটিলতাগুলো তারা দেখে শেখার সুযোগ পেয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লি তংমেই।

‘’আমাদের প্রাথমিক লক্ষ্য বিদেশি শিক্ষার্থীদেরকে চীনা একাডেমিক শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা -দক্ষতা ও জ্ঞান অর্জনের সহায়তার মধ্য দিয়ে যা চীনা প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে।‘’  

 

স্থানীয় উদ্যোগে কাঠের শিল্প, উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্পের মতো বিভিন্ন বিষয়ের তাৎপর্য লুপান ওয়ার্কশপে স্নাতকদের সামনে তুলে ধরা হয়।  লুপান ওয়ার্কশপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তৈরি করা ডেডিকেটেড সাংস্কৃতিক ক্লাসও দেয়। বিদেশি শিক্ষার্থীরা যেন চীনা সংস্কৃতি উপলব্ধি করতে পারে এবং তাদের জ্ঞান আরও গভীর করতে পারে সেটাই এর লক্ষ্য।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভাষার দক্ষতা এবং সাংস্কৃতিক জ্ঞানের সমৃদ্ধি ঘটে বলে মনে করেন কর্মশালার চীনা শিক্ষক লিন রৌছাং।

  

‘’আমাদের চাইনিজ ক্লাসে, ছাত্রছাত্রীদের কেবল ভাষা শেখানো হয় না; বরং চীনা সংস্কৃতি, শিষ্টাচার, রীতিনীতি এবং আরও অনেক কিছুর মধ্যে গভীরভাবে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়।‘’

আয়োজকরা জানান, কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষার জন্য চীনে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী আকৃষ্ট করার ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি লুবান ওয়ার্কশপ বেল্ট অ্যান্ড রোড-সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বৈপ্লবিক প্রভাব ফেলেছে।  

 

 

বর্তমানে অটোমোবাইল, যন্ত্রপাতি, পর্যটন, ক্রস-বর্ডার ই-কমার্স, আইটি এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে বিস্তৃত বিশেষায়িত প্রোগ্রাম দিচ্ছে ছোয়ানচৌ লুপান কর্মশালা।  

প্রতিভাবান ব্যক্তিদের ক্রমবর্ধমান সংখ্যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর অবকাঠামো উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ শিহাবুর রহমান

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা:  রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী