সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত
2023-08-15 13:45:13

 ৬ ফেব্রুয়ারি, ২০২২, বেইজিং

চীনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিউ ওয়াং তাও:

“চীনা কমিউনিস্ট পার্টি না-থাকলে নতুন চীন হতো না।”

প্রেসিডেন্ট সি: ভালো বলেছেন, ভালো বলেছেন।

 

চীনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিউ ওয়াং তাও:

আমি সে-কথা বলেছিলাম, কারণ আমি দেখেছি ৭০ হাজার লোক চীনা কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে থিয়ানানমেন স্কোয়ারে একসাথে গান করছে। আমি জানতে চাইলাম, গানটির মানে কী? জানলাম, এটি একটি প্রিয় গান। চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, চীন ২০২১ সালে চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। এটি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি জানেন জনগণের চাহিদা কী। আমি চীনের অনেক প্রদেশে গিয়েছি এবং আমি তাঁর প্রতি মানুষের গভীর ভালোবাসা এবং মানুষের মধ্যে তাঁর প্রভাব দেখেছি।

 

৬ ফেব্রুয়ারি, ২০২২, বেইজিং

চীনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিউ ওয়াং তাও:

২০২২ সালে আর্জেন্টিনা ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠকের সময়, আমি এই বাক্যটির কথা মনে মনে ভেবেছি। চীনা কমিউনিস্ট পার্টি না-থাকলে নতুন চীনের অস্তিত্ব থাকবে না। প্রেসিডেন্ট সি সেসময় খুব খুশি হয়েছিলেন এবং শুনে হেসেছেন। সেই বৈঠক আমার মনের ওপর গভীর ছাপ ফেলেছে।

 

১৪ এপ্রিল, ২০২১, বেইজিং

সি চিন পিং চীনে ২৯ জন নতুন রাষ্ট্রদূতের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন।

প্রেসিডেন্ট সি: চীনে আপনাকে স্বাগত জানাই।

চীনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিউ ওয়াং তাও:

২০২১ সালের কথা। যখন আমি আমার চীনা নাম বলি, তখন প্রেসিডেন্ট সি তা শুনে হাসলেন। চীনা কমিউনিস্ট পার্টিতে একজন বিখ্যাত বুদ্ধিজীবী আছেন, যার নাম ছেন ওয়াং তাও, এবং আমার চীনা নামও একই।

 

১৮ জুলাই, ২০১৪, বুয়েনস আয়ার্স

প্রেসিডেন্ট সি চিন পিং আর্জেন্টিনায় রাষ্ট্রীয় সফর করেন।

চীনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিউ ওয়াং তাও:

এর আগে আমি দুই বা তিনবার প্রেসিডেন্ট সি’র সঙ্গে দেখা করেছি (পরিচয়পত্র জমা দিতে)। ২০১৪ সালে প্রেসিডেন্ট সি’র সঙ্গে আমার প্রথম দেখা ছিল তাঁর প্রথম আর্জেন্টিনা সফরের সময়। তিনি একজন বন্ধুত্বপূর্ণ, আশাবাদী এবং ইতিবাচক ব্যক্তি। তিনি সর্বদা অন্যদের কথা বিবেচনা করেন এবং তিনি যার সঙ্গে কথা বলে তাঁর ব্যাকগ্রাউন্ড ও দেশ সম্পর্কে জেনে নেন।

 

 

(জিনিয়া/আলিম/শুয়েই)