সু শিংচিয়ে
2023-08-15 14:24:51

সু শিংচিয়ে, চীনের মূল-ভূখণ্ডের একজন গায়িকা। আসলে তিনি টিকটকে খুব জনপ্রিয় একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা। ২০২১ সালের ২৩ জানুয়ারি তিনি ওয়াং সিনছেনের সঙ্গে দ্বৈতকণ্ঠের গান ‘খালি’ প্রকাশ করার মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন। ইন্টারনেটে তাঁর সম্পর্ক খুব কম তথ্য পাওয়া যায়। কারণ তাঁর গান তাঁর থেকে বেশি জনপ্রিয়। আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানে আমি চেষ্টা করবো তাঁর যত বেশি সম্ভব গান আপনাদেরকে শোনাতে। কেমন? আগে তাঁর বাতাস-সম্পর্কিত তিনটি গান শোনাতে চাই, গানের শিরোনাম যথাক্রমে ‘অপ্রত্যাশিত বাতাস’,  ‘বাতাস আট হাজার মাইল বয়ে যায়’ এবং ‘রাতের বাতাসের পতন’। 

সু শিংচিয়ে একজন কর্মোদ্যম শিল্পী। মাসে তিনি দশ-বারটি একক গান প্রকাশ করতে পারেন। দুয়েকটি মাস হয়তো তার ব্যতিক্রম হয়। তাঁর গানগুলো অনেক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখন আমি ‘মানুষ’ সম্পর্কিত তাঁর দু’টো গান আপনাদের শোনাতে চাই। একটি গানের শিরোনাম ‘মানুষ পিছন ফিরে তাকায় না’ এবং অন্যটির শিরোনাম ‘আমি একজন মানুষের জন্য অপেক্ষা করি’।  

 

চলতি বছরের ১১ জানুয়ারি, সু শিংচিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম ‘মনে হয় অনেক কিছু হারিয়ে গেছে’। “ব্রেক-আপ শব্দটিতে বেশি স্ট্রোক নেই। তোমার মুখ থেকে এটি বলতে মাত্র এক সেকেন্ড সময় লাগে। আমার মনের মধ্যে যে স্মৃতিগুলো জ্বলজ্বল করে তার প্রেক্ষাপটে তোমার উদাসীনতা। ঠোঁটে রেখে যাবার শব্দগুলো না বলাই ভালো। আসলে অনেক আগে থেকে আবিষ্কার করেছি, তোমার মনোভাব আগের মতো নয়। মনে নেই খালি ঘরে কত রাত কাটিয়েছি। হয়তো সেদিন বাতাসে উড়ে যাওয়া মানুষদের দেখা হতো না। হয়তো আমাদের বিচ্ছেদই পরিপূর্ণতা। মনে হচ্ছে, অনেক কিছু হারিয়েছি। আবার মনে হচ্ছে, আমি এটির মালিকানাই পাইনি। যে সৌন্দর্য ভোলা যায় না, তা আর আমার নয়। আসলে, আমি এটা সহ্য করতে পারি না, যদিও ছেড়ে দেওয়ার সময় হয়েছে। চোখের জল মুছে ফেলি এবং দুঃখিত না হওয়ার ভান করি। যে স্মৃতিগুলো আমি জাল যেতে দিতে পারি না, সেগুলি কি নকল? যদি আবারও সুযোগ আসে, আর এগুলো করবো না। শুরু থেকেই পথিক হওয়া উচিত ছিল আমার।” খুব দুঃখের গান, তাইনা? যাই হোক, বন্ধুরা, এখন আমি গানটি আপনাদেরকে শোনাচ্ছি। একই সঙ্গে শোনাবো ‘নিষ্কাশন’ নামের আরেকটি গান। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের সু শিংচিয়ে’র আরও দু’টি ছোট গান শোনাবো। গানের শিরোনাম ‘দুর্ভাগ্যবশত সে করবে না’ এবং ‘আমাদের দরদ’। 

(প্রেমা/রহমান)