প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনায় নতুন যুগে পরিবেশগত সভ্যতার নতুন অধ্যায় সৃষ্টি করেছে চীন
2023-08-14 16:49:52


আগস্ট ১৪: আগামীকাল ১৫ আগস্ট চীনের প্রথম পরিবেশগত সভ্যতা দিবস। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির কেন্দ্রীয় কমিটি পরিবেশগত সভ্যতাকে চীনা জাতির টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে গণ্য করে, সুন্দর চীন গঠনকাজে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট সি জাতীয় পরিবেশ সংরক্ষণ সম্মেলনে চীনের পরিবেশগত সভ্যতা নির্মাণের দৃষ্টিকাড়া সাফল্য সারসংকলন করে বলেন, “দৃঢ় প্রচেষ্টার ফলে চীনের আকাশ আরও নীল, ভূমি আরও সবুজ, পানি আরও পরিষ্কার এবং বিশাল পাহাড় ও নদনদী আরও বর্ণাঢ্য হয়েছে।” আর উচ্চ পর্যায়ে দৃষ্টি প্রসারে নতুন অগ্রযাত্রায় পরিবেশগত সংরক্ষণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

চিয়ান মেন শু তাও দর্শনীয় স্থানে সবুজ ছায়ায় প্রাচীন সাইপ্রাস গাছের হাতছানিতে সিকাডাস গায়। চলতি বছরের ২৫ জুলাই প্রেসিডেন্ট সি সিছুয়ান প্রদেশের কুয়াং ইউয়ান শহরের চিয়ান ক্য জেলার প্রাচীন রাস্তায় সহস্রাধিক বছরের সাইপ্রাস গাছের অবস্থা দেখতে যান। এখানকার উদ্ভিদ সংরক্ষণকাজ সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি।

ছুই ইউয়ান দর্শনীয় স্থানে রয়েছে সবচেয়ে সুরক্ষিত ও কৃত্রিমভাবে চাষ করা প্রাচীন সাইপ্রাস বৃক্ষ। এখানে আছে ২০৯৭৩টি প্রাচীন গাছ। এর মধ্যে একশ বছর বয়সী প্রাচীন সাইপ্রাস গাছের সংখ্যা ২০৩৯১টি।

‘প্রাচীন গাছের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি।’ দু’বছর আগে কুয়াংসি অঞ্চলের মাও চু শান গ্রাম পরির্দশনের সময় এ কথা বলেন সি চিন পিং। তিনি সুষ্ঠু পরিবেশের মূল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবেশ আসলে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান। এমন উন্নয়নশীল ও পরিবেশগত মূল্যবোধ গড়ে তুলতে হবে, যা বর্তমান বিশ্বের ধারার সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার পাশাপাশি, চীনা জাতির কয়েক হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে জন্ম নেওয়া।’

পা পাহাড় ও শু নদী থেকে চিয়াং নান ওয়াটার টাউন, লয়েস মালভূমি থেকে দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল পর্যন্ত, সি চিন পিং সর্বত্র বিচরণ করেছেন। পাহাড়, পানি, বৃক্ষ ও বন দেখার জন্য তিনি তাঁর চলা কখনই বন্ধ করেননি।

চীনের থিয়ান হান জলাভূমি পার্কের পরিষ্কার পানিতে ঢেউ ওঠে এবং বৃক্ষ ও ঘাসের মিতালীতে অসাধারণ এক সৌন্দর্য পরিলক্ষিত হয়। এটা একসময় পতিত অনুর্বর সৈকত ছিল। পুনর্বাসন ও সংস্কারের পর বর্তমানে জায়গাটি জনগণের বিনোদন ও শরীরচর্চার গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে।  পরিবেশগত সভ্যতা থেকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি লাভবান হয়; পরিবেশ উন্নত হলে মানুষ সবার আগে তা অনুভব করতে পারে।

২০২০ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট সি চিন পিং সিয়াং সু প্রদেশের নান থোং শহরের পিন চিয়াং অঞ্চল পরিদর্শন করেন। তিনি নদীর তীরে হেঁটে হেঁটে এক তীরে ঢেউয়ে নলখাগড়ার দোলা এবং অন্য তীরে সুবজ পাহাড়ে পাখির গান ও ফুলের বিশুদ্ধ বাতাস উপভোগ করেন। নদীর তীরে পথচারীদের সঙ্গে কথাবার্তার সময় সি চিন পিং বলেন, “এবার এখানে এসে দেখলাম, আগেকার নোংরা, বিশৃঙ্খল ও বাজে পরিবেশ আর নেই; শুভ পরিবর্তনের ফলে এ জায়গা একটি চমত্কার পার্কে পরিণত হয়েছে। সবাই এ শহরে বসবাস করতে পেরে খুব সুখী। সুখী জীবন আপনাদের যৌথ পরিশ্রমের ফল।”

সবুজ পাহাড়কে মানুষ হতাশ না-করলে, সবুজ পাহাড়ও মানুষকে হতাশ করে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পরিবেশ সভ্যতার চেতনার আলোকে, সুন্দর চীনের নিরাপত্তা-লাইন রক্ষা করা হচ্ছে এবং সুন্দর চীন গড়ার নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়েছে। চীনের বিস্ময়কর মাটিতে সুন্দর চীন গঠনকাজ সার্বিকভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এর ফলে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের অনেক সুন্দর চিত্র তৈরি হয়েছে। (রুবি/আলিম/শিশির)