২০২৩ সালের ব্রিক্স শীর্ষ সম্মেলন ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক বছরগুলিতে, উদীয়মান অর্থনীতি, বিশেষ করে ব্রিকস দেশগুলি, দ্রুত বিকাশ লাভ করেছে এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। "ব্রিক্স" উন্নয়নের পথ হল পশ্চিমা চিন্তাধারাকে অতিক্রম করার একটি পথ। ব্রিকস সহযোগিতা বৈশ্বিক দক্ষিণের দেশগুলির উন্নয়ন-স্বার্থসংশ্লিষ্ট একটি ফোরাম হয়ে উঠছে। বাংলাদেশসহ ২৩টি দেশের নেতারা আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। এবারের ব্রিকস শীর্ষ সম্মেলন অবশ্যই বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে শক্তিশালী "ব্রিকস" শক্তি যোগাবে।