আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন রেজোয়ান আহমেদ রকি। তিনি বেইজিং নর্মাল ইউনিভার্সিটির ঝুহাই ক্যাম্পাসে এমবিএ’র স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়নরত। তিনি চীন ও চীনা সংস্কৃতি ভালোবাসেন। তিনি প্রায়ই চীনের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে চীনের উন্নয়নকে স্বীকৃতি দেন এবং তিনি যা দেখেন ও যা অনুভব করেন, তা বিশ্বকে জানাতে চান। এ ছাড়া, চীনা কোম্পানিতে তাঁর তিন বছরের কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। তো চলুন, কথা বলি তাঁর সঙ্গে।