অবিচল থাকলেই জয়লাভ সম্ভব
2023-08-10 19:25:41



এক বছরের আগের শীতকালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের এ ছবিটি খুব হৃদয়গ্রাহী। গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় পতাকার নিচে একজন পতাকাবাহক পতাকা উত্তোলনে মনোযোগ দেওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারছিলেন না।

ওই পতাকা বাহকের নাম ইয়ান জেন। তিনি চীনের গণমুক্তি ফৌজের গার্ড অব অনারের একজন সেনা। এ গ্রীষ্মে তাঁর আরেকটি নতুন পরিচয় হয়েছে। তিনি এবারের ছেংতু ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমস বা ফিসুর পতাকা উত্তোলকদের প্রশিক্ষক হয়েছেন। তিনি ফিসুর পতাকা উত্তোলকদেরকে তার বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের গল্প এবং দেশের প্রতি তার ভালোবাসার গল্প শুনিয়েছেন।

ইয়ান জেনের জন্ম ১৯৯৯ সালে। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ছোটবেলা থেকে তার সেনা হওয়ার ইচ্ছা ছিল। ইয়ান জেনের বাবা ও তার দুই চাচা একসময় সেনাবাহিনীতে ছিলেন। তাই বলা যায় যে, তিনি একজন সেনা পরিবারের সদস্য। ইয়ান জেনের পরিবারে আছে তার বাবা ও চাচা সেনাবাহিনীতে থাকার সময়ের অনেক ছবি। ছোটবেলায় ইয়ান জেন ছবির সামনে দাঁড়ালে আনন্দ বোধ করতেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গার্ড অব অনারের একজন সদস্য হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে ইয়ান জেনের স্বপ্ন পূরণ হয়, যখন তিনি গার্ড অব অনারের একজন নতুন সেনা হন। ইয়ান জেনের প্রসঙ্গ যখন আসে, তখন তার সহকর্মী লি জেন হাই কথা থামাতেই পারছিলেন না। তিনি বলেন, “প্রশিক্ষণে পাস করতে ইয়ান জেন অনেক পরিশ্রম করেন। শীতকাল হোক বা গ্রীষ্মকালে হোক - তার কাপড় সব সময় ঘামে ভিজে থাকে। একটি ভঙ্গি সহজ হলেও মাঝেমাঝে অনেক বার এমন কি বা কয়েকশ বার সেটা অনুশীলন করেন এবং টানা কয়েক ঘন্টা ধরে সে অনুশীলন চলতে থাকে। এমনও হয়েছে, অনুশীলনের পর ব্যথার কারণে বাহু তুলতে পারছিলেন না তিনি। এমন কি ব্যথার কারণে হাত দিয়ে খেতে পারছিলেন না এবং ঘুমাতে পারছিলেন না।”

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ান জেনকে ৩৫ সেকেন্ডের মধ্যে পতাকা টাঙানো শেষ করতে হয়। বিষয়টি নিয়ে তিনি প্রতিদিন একশ’ বারেরও বেশি অনুশীলন করেন। এটা করতে আগে যেখানে দেড় মিনিট লাগতো, ধীরে ধীরে তা ৩৫ সেকেন্ডে নেমে আসে। এমন কঠোর প্রশিক্ষণের কারণে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ান জেন চমত্কার পরিবেশনা উপহার দিতে সক্ষম হন।

এবারের ছেংতু বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পতাকাবাহকদের কাছ থেকে প্রত্যাশা কী - সে সম্পর্কে তিনি বলেন, এটি সহজ নয়, তবে গৌরবময় কর্তব্য। স্বেচ্ছাসেবক পতাকাবাহকদের কাছে প্রত্যাশা হলো মূলত নির্দেশনা অনুযায়ী একতাবদ্ধভাবে দলের সদস্যদের সঙ্গে সহযোগিতা চালানো এবং প্রতিটি নির্দেশনা যথাযথভাবে পালন করা, যাতে বিশ্বমঞ্চে চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৈলী প্রদর্শন করা যায়।

ইয়ান জেন বলেন, “একজন সেনা থেকে প্রশিক্ষক হয়েছি আমি। এটি কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে অর্জিত হয়েছে। আমি বিশ্বাস করি, ফিসু’র পতাকা উত্তোলকরা কঠোর প্রশিক্ষণের পর বিরল অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন। তাদের সবাইকে উত্সাহ দিয়ে আমি বলেছি, দায়িত্ব যতো কঠিন হোক না কেন, সবাইকে প্রশিক্ষণে অবিচল থাকতে হবে। শুধুমাত্র অবিচল থাকলেই আমরা জয়ী হতে পারবো।”