কফি হাউসের আড্ডা: সংবাদিক তাজওয়ার মাহমিদ সিয়ামের চোখে সিনচিয়াং
2023-08-10 17:38:11

 

বাংলাদেশের একটি গণমাধ্যম প্রতিনিধিদল সম্প্রতি চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেছে। তাদের মধ্যে জনাব তাজওয়ার মাহমিদ সিয়াম একজন। তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের একজন সাংবাদিক। এর আগে তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছিলেন। চলুন, কথা বলি তাঁর সঙ্গে।