৩১তম ফিসু সুষ্ঠুভাবে সমাপ্ত
2023-08-09 15:06:09

অগাস্ট ৯: গতকাল (মঙ্গলবার) ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস (ফিসু) চীনের ছেংতু শহরে শেষ হয়েছে। ১২ দিনে বিশ্বের ৬৫০০জন খেলোয়াড় ছেংতুতে সুন্দর সময় কাটিয়েছেন। এবারের এবারের ফিসু’র শ্লোগানে বলা হয়, ‘ছেংতু স্বপ্নকে সত্যি করে তুলেছে’। আজকের অনুষ্ঠানে আমি এবারের ফিসু নিয়ে কথা বলবো।

রে ১ সংগীত

পরিসংখ্যানে দেখা যায়, এবারের ফিসু ২২বার বিভিন্ন রেকর্ড ভেঙেছে। ৫০টিরও বেশি প্রতিনিধিদল পদক লাভ করেছে। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সিয়া ইউ ইউ তিনবার ফিসুতে অংশ নিয়েছেন। আগের দুইবার তিনি পদক লাভ করেন নি। এবারে তিনি নারীদের ১০ হাজার মিটার দৌড়ের স্বর্ণপদক লাভ করেছেন। তিনি বলেন,

রে ২

আমি যখন ১০ হাজার মিটার স্বর্ণপদক জিতেছিলাম তখন আমি খুব উত্তেজিত ছিলাম। আমি খুবই খুশি যে নিজের মাতৃভূমিতে স্বর্ণপদক লাভ করেছি। এবারের ফিসু আমাদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা। এটি আমার ভবিষ্যত কাজের জন্য সহায়ক। এবারের ফিসু আমার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্যময়।

জার্মান খেলোয়াড় মার্জেনথালার জেনস ক্রিশ্চিয়ান পুরুষদের তিন হাজার মিটার স্টিপলচেজের স্বর্ণপদক লাভ করেছেন। তিনি বলেন,

রে ৩

শেষবার প্রতিযোগিতায় অনেক দর্শক আমাদেরকে উত্সাহ দিয়েছিলেন। সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমার স্বপ্ন এখানে বাস্তবায়িত হয়েছে। তাঁদের উষ্ণতা আমি অনুভব করেছি।

এবারের ফিসুতে বিভিন্ন দেশের মানুষের মধ্যে মৈত্রী গড়ে উঠেছে। চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং চেং সিং নিজের উপহারটি উগান্ডার খেলোয়াড়কে দিয়েছেন। যখন জাপানি জিমন্যাস্টিক খেলোয়াড় হাশিমোতো ডাইকি একটি ভুল করেন ও আহত হন, তখন চীনের খেলোয়াড় চাং বো হেং তাঁর যত্ন নেন ও সান্ত্বনা দেন। চীনা দর্শকরা বিভিন্ন দেশের খেলোয়াড়দের উত্সাহ দেন। নারীদের তিন হাজার মিটার দীর্ঘ দৌড়ের পরে সব খেলোয়াড় ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং তারপর একে অপরকে দাঁড়াতে সাহায্য করে। এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ফেইন-রিয়ান কারা প্যাট্রিসিয়া বলেন,

রে ৪

এটি হলো ক্রীড়া চেতনার প্রতিফলন। আমরা প্রতিযোগী হলেও খেলার পর সবাই একে অপরকে খুব সম্মান করে।

এ ছাড়া এবারের ফিসু’তে বৈশিষ্ট্যময় সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা ও ক্যাটারিং হল প্রতিযোগিতা পরিষেবা দুটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবারের ফিসু নির্বাহী নিশ্চয়তা বিভাগের বিশেষ উপপ্রধান ইন চিয়ান বলেন, প্রথমে তাঁরা পেশাদার ও দক্ষ হওয়ার উপর জোর দেয়। দ্বীতয়ত, আন্তর্জাতিক মান ও স্থানীয়করণের সমন্বয় করা হয়।

এবারের ফিসুতে বুদ্ধিমান রোবট, কফি বানানোর রোবট ও বুদ্ধিমান স্ন্যাক্স তৈরির মেশিনও প্রতিনিধিদলকে স্বাগত জানায়। পাশাপাশি, ছেংতু’র সব শক্তিশালী হাসপাতাল প্রতিযোগিতায় চিকিৎসা সুরক্ষায় অংশ নেয়।

সবার প্রচেষ্টা সুষ্ঠুভাবে ফিসু আয়োজনের জন্য অবদান রেখেছে। এ ছাড়া এবারের সমৃদ্ধ উত্তরাধিকার নিশ্চিতভাবে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়েছে। এবারের গেমসের জন্য নবনির্মিত ও পুনর্গঠিত আধুনিক ভেন্যুগুলোতে গেমসের পরও বিশ্বমানের গেমসের মতো আরও উচ্চ-স্তরের ক্রীড়া ইভেন্ট আয়োজন করবে। শহরের অবকাঠামো ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বসবাসের পরিবেশ অনেক উন্নত হয়েছে। ছেংতু শহর এবারের গেমস আয়োজনের মাধ্যমে নিজেকে বিশ্বের কাছে প্রদর্শন করেছে।

ফিসু’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রেনল্ড এডের দৃষ্টিতে এবারের গেমস মানুষকে চীন ও ছেংতু’র গভীর ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি আজকের অগ্রগতি ও উন্নতি দেখিয়েছে।

(ছাই/তৌহিদ)