বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সিন চ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনাবো।
চাং সিন চ্য, ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের ইয়ুন লিন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ানের বিখ্যাত পপ সংগীতের গায়ক ও অভিনেতা। চাং সিন চ্য একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীত সম্বন্ধে তার অনেক আগ্রহ ছিল। তিন/চার বছর বয়সেই চাং সিন চ্য গান গাইতে পারতেন!
উচ্চ বিদ্যালয়ে চাং সিন চ্য-এর স্কুলের শিক্ষার পরিবেশ বেশ উন্মুক্ত ছিল। স্কুলটি ছাত্রছাত্রীদের প্রচুর স্বাধীনতা দিত। এর ফলে চাং সিন চ্য শিল্প সম্বন্ধে অনেক জানতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের সময় চাং সিন চ্য খ্রিস্ট ধর্মীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজি ভাষা শেখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের অনুমোদন দেয়। সংগীত তিনি ভালো জানেন বলে তিনি কোরাস দলের নেতৃত্ব দেন, সংগীত প্রতিযোগিতা আয়োজন করেন। এ কারণে চাং সিন চ্য বিশ্ববিদ্যালয়ে খুব জনপ্রিয় হয়ে ওঠেন।
বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘বেশি কথা বলার দরকার নেই’। গানের কথায় বলা হয়, আসলে এত সাবধানে সিদ্ধান্ত নিলেও তা ভুল হয়, আসলে যেভাবে শুরু করলেও ভুল হয়। আসলে যত সাবধান হও নিজের অবস্থা বোঝা যাবে না। আসলে তার মনের চিন্তা সবসময় পরিবর্তন হয়। অপ্রয়োজনীয় কথা, বলো না। মনে অনেক ব্যথা হলেও আমি জানি কিভাবে মোকাবিলা করতে হয়। শুধু তুমি জানো এই নাটকের শেষ কথা কি।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘শাংহাইয়ের মেয়ে’। গানের কথায় বলা হয়, আমার ছোট মেয়ে, দূরের জায়গায়। হাসিমুখ- কে পছন্দ না-করে! আমি তাকে দেখেছি, অপরিচিত জায়গায়। সহজ জীবন চাই, প্রতিশ্রুতি দেয়া কঠিন ব্যাপার না। তবে আমাদের মনে, সব উত্তর আছে। তার বাড়ি আছে, আমার বাড়ি আছে। আমি এভাবে তাকে হারিয়েছে। আমার প্রিয় শাংহাইয়ের মেয়ে। অন্য ছেলের সঙ্গে পরিচিত হয়েছে।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো চাং সিন চ্য-এর গাওয়া আরেকটি গান, গানের নাম ‘আমার প্রিয় নারী’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সিন চ্য’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)