পাকিস্তানের অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছে অর্থনৈতিক করিডোর
2023-08-07 15:27:26

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর চালু হবার দশম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান গত ৩১ জুলাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এক অভিনন্দন বার্তা পাঠান।

 

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর হলো ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষামূলক প্রকল্প। চীন ও পাকিস্তান তাদের মধ্যে করিডোটির নির্মাণের কেন্দ্র হিসেবে ২০১৫ সালে গোয়াদর বন্দর, জ্বালানি, অবকাঠামো নির্মাণ এবং শিল্প সহযোগিতা - এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ‘১+৪’ সহযোগিতামূলক বিন্যাস নিশ্চিত করে এবং এর মধ্য দিয়ে করিডোর দ্রুত উন্নয়ন পর্বে প্রবেশ করে।

 

গত কয়েক বছরে এক-এক করে কয়েকটি পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও চালু হয়েছে, এক-এক করে বিশাল পথ দক্ষিণ ও উত্তর অঞ্চলকে সংযুক্ত করেছে এবং লাহোর মেট্রো দেশটিতে পাতাল রেল যুগের সূচনা করেছে। গোয়াদর বন্দরে নোঙ্গর করা বিশাল জাহাজগুলো পাকিস্তানকে উন্নয়নের নীল সাগরে নিয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ বলেন, করিডোরের নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপট বদলে গেছে।

 

গত দশ বছরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ জোরদার হয়েছে এবং এটি দেশটির অবকাঠামো আন্তঃযোগাযোগ ও শিল্পায়নের দৃঢ় ভিত্তি স্থাপন করার পাশাপাশি জোরালোভাবে অর্থনৈতিক সমাজের টেকসই উন্নয়নকে বেগবান করেছে।

 

এই করিডোরের সুবাদে ২০২২ সালের শেষ নাগাদ মোট ২ লাখ ৩৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া এটি পাকিস্তানকে নতুন করে ৫১০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং নতুন ৮৮৬ কিলোমিটার জাতীয় কোর ট্রান্সমিশন গ্রিড নির্মাণে সাহায্য করেছে।

 

করিডোর নির্মাণ ফলপ্রসূ হওয়ায় চীন-পাকিস্তান সহযোগিতা আরও উঁচুমানে উঠেছে। বর্তমানে করিডোরটি চীন ও পাকিস্তানের সর্বাক্ষণিক মৈত্রীর প্রাণবন্ত ব্যাখ্যায় পরিণত হয়েছে এবং নতুন যুগে এ দু’দেশের মধ্যে অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠাকে সমর্থন দিচ্ছে।

 

‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক প্রকল্প হিসাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ থেকে অর্জিত ফল এ অঞ্চলের আন্তঃযোগাযোগ ও একীকরণ প্রক্রিয়ার জন্য শক্ত ভিত্তি স্থাপন করেছে। ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণ বরাবর বিভিন্ন দেশের অর্থনৈতিক সমাজ গঠন বেগবান করার প্রাণবন্ত ক্ষুদ্র চিত্র, যার মধ্যে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণের অফুরান প্রাণশক্তি ও আকর্ষণশক্তি প্রতিফলিত হয়।

 

ভবিষ্যতে চীন পাকিস্তানের সঙ্গে উচ্চমানের ও টেকসই উন্নয়ন এবং মানুষের জীবিকার সুবিধার লক্ষ্যে অবিচল থেকে সমন্বয় সম্পূর্ণ এবং সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর করার মধ্য দিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে অধিকতর উচ্চমানে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণের দৃষ্টান্তমূলক প্রকল্প হিসাবে গড়ে তুলতে ইচ্ছুক। করিডোররের ভবিষ্যত নিশ্চয়ই আরও উজ্জ্বল হবে এবং চীন-পাকিস্তান বন্ধুত্বের বৃক্ষকে আরও বিলাসবহুল হতে সমর্থন যোগাবে। (প্রেমা/রহমান)