‘মিসকল’
2023-08-07 15:48:32

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ইয়াং নাই ওয়েন’র কন্ঠে ‘পৃথিবীর দরজা খুলে দাও’ শীর্ষক গান। ১৯৭৪ সালে ২ মার্চ তাইওয়ানে জন্মগ্রহণ করেন ইয়াং নাই ওয়েন। ৬ বছর বয়সে তিনি পিয়ানো বাজানো শেখেন। তিনি ড্রামসহ নানান বাদ্যযন্ত্র বাজাতে পারেন। পরে তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান। অস্ট্রেলিয়ায় তিনি বাঁশি বাজানো শেখেন এবং অপেরায়ও তালিম নেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মিসকল’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ইয়াং নাই ওয়েন’র কন্ঠে ‘মিসকল’ শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং অ্যালবাম প্রকাশের জন্য তাইওয়ানে ফিরে আসেন। ১৯৯৭ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'ওয়ান' (One) প্রকাশিত হয়। এখন আমরা ইয়াং নেই ওয়েনের গাওয়া ‘বৃষ্টি হয়ে যাক’ (' Let It Rain') শীর্ষক একটি গান শুনব। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ইয়াং নাই ওয়েন’র কন্ঠে ‘বৃষ্টি হয়ে যাক’ শীর্ষক গান। ১৯৯৯ সালে ইয়াং নাই ওয়েন তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এ অ্যালবামের নাম 'সায়লেন্স' (Silence)। তিনি এ অ্যালবামের জন্য ২০০০ সালে তাইওয়ানে সেরা গায়কের পুরস্কার অর্জন করেন। এখন উপভোগ করব 'সায়লেন্স' অ্যালবামের একটি গান। গানের কথাগুলো বাংলা করলে অনেকটা এমন দাঁড়াবে: যে ভালোবাসা আমি দিয়েছি, তা ফিরে আসতে পারে না/ তোমার প্রতিশ্রুতি আমি কখনও ভুলে যাইনি/অথচ তুমি আমাকে ছেড়ে গেছো...।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ইয়াং নাই ওয়েন’র কন্ঠে ‘সায়লেন্স’ শীর্ষক গান। ২০০১ সালে ইয়াং নেই ওয়ান তৃতীয় অ্যালবাম শ্রোতাদের উপহার দেন এবং তিনি সে বছর প্রথমবারের মতো নিজের ব্যক্তিগত সংগীতানুষ্ঠানেরও আয়োজন করেন। তার তৃতীয় অ্যালবাম চীনা সংগীতশিল্পী বিনিময় কমিটির সেরা দশ অ্যালবামের তালিকায় স্থান পায়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমি নিজেকে ছেড়ে চলে যাই’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ইয়াং নাই ওয়েন’র কন্ঠে ‘আমি নিজেকে ছেড়ে চলে যাই’ শীর্ষক গান। এখন শুনুন 'আমাকে শুভেচ্ছা জানাও' গানটি। গানের কথা এমন: আমি আনন্দিত ও সুখী; তবে আমি তোমার শুভেচ্ছা পেতে চাই/ আমি আনন্দিত ও সুখী; তবে শুধু আশা, তুমি আমার শুভ কামনা করবে... চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)