লাতিন আমেরিকায় চীনের অবকাঠামোর ছায়া
2023-08-07 15:28:19

লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে বিমানবন্দরের এক্সপ্রেস সড়ক, ব্যায়ামাগার, নতুন জ্বালানি স্থাপনা, ডিজিটাল যোগাযোগ, ইত্যাদিতে চীনা অবকাঠামোর ছায়া দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো খাতে চীনের বিনিয়োগ এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা লাতিন আমেরিকার দেশগুলোর জন্য উন্নয়নের সুফল বয়ে এনেছে। অবকাঠামো, নতুন জ্বালানি ও ডিজিটাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে লাতিন আমেরিকান দেশগুলোর সঙ্গে চীনের সহযোগিতা দিন দিন সমৃদ্ধ হচ্ছে।

 

চলতি বছরের এপ্রিলে কলম্বিয়ায় মেডেলিন সাবওয়ে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। এটি বাস্তবায়ন করছে চীনের সিআরআরসি কর্পোরেশন লিমিটেড। ১৩ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ এ সাবওয়েতে মোট ১৭টি স্টেশন থাকবে। চালু হবার পর এ সাবওয়ে প্রতিদিন প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ পরিবহন করতে পারবে এবং এ প্রকল্প থেকে ১০ লাখেরও বেশি মানুষ সরাসরি লাভবান হবে।

 

২০১৯ সালে কলম্বিয়ায় কার্যক্রম শুরু করার পর থেকে সিআরআরসি বোগোটা মেট্রো লাইন-১, কুন্দিনামার্কা প্রদেশের পশ্চিমাঞ্চলে ট্রামকারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে।

 

প্রযুক্তিগত সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীন অবকাঠামো ক্ষেত্রে লাতিন আমেরিকার সঙ্গে সহযোগিতা জোরদার করেছে, লাতিন-আমেরিকায় অগ্রণী ধারণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি পৌছে দিয়ে স্থানীয় সবুজ রূপান্তর এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

 

দেশটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে সহযোগিতা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

 

তার মতে, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে চীন স্থানীয় অবকাঠামো নির্মাণ বেগবান করার পাশাপাশি জ্বালানি রূপান্তর বাস্তবায়নে লাতিন আমেরিকান দেশগুলোকে দ্রুততার সঙ্গে সহায়তা দিচ্ছে।

 

২০১৯ সালের ১ অক্টোবর পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না এবং শাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড যৌথভাবে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলের জুজুয় প্রদেশে কোচারি ৩০০-মেগাওয়াট পিভি প্রকল্প নির্মাণ করে। ২০২০ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এটি দেশটির বৃহত্তম পিভি বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পের নির্মাণকাজ চলাকালে স্থানীয় বাসিন্দাদের জন্য প্রায় দেড় হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

 

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশ নিম্ন-কার্বন সবুজ ও স্মার্ট পরিবহনসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। নতুন জ্বালানি ক্ষেত্রে চীন-লাতিন আমেরিকা সহযোগিতা নতুন প্রবৃদ্ধির বিষয়ে পরিণত হয়েছে।

 

আর্জেন্টিনায় সিআরআরসি যে নতুন জ্বালানির মেট্রো নিচ্ছে, তার প্রথম ট্রেন থাংশান শাখা কোম্পানির উৎপাদন লাইন থেকে বের হয় গত ৬ জুন। এটি চীনের নতুন জ্বালানির মেট্রো রেলের প্রথম রপ্তানি। এই মেট্রো আর্জেন্টিনার জুজুয় প্রদেশের পর্যটন শিল্পের উন্নয়নের গতি বাড়াবে এবং সবুজ অর্থনীতিতে আর্জেন্টিনাকে লাতিন-আমেরিকান দেশগুলোর মধ্যে নেতৃস্থানীয় দেশ হতে সাহায্য করবে বলে আশা করা যায়।

 

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (আইরেনা) জানায়, পুনঃব্যবহারযোগ্য জ্বালানির ক্ষেত্রে লাতিন-আমেরিকান দেশগুলোর বিরাট সম্ভাবনা রয়েছে এবং এটি হচ্ছে আকর্ষণীয় পুনঃব্যবহারযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের কাঙ্ক্ষিত স্থান।

 

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলসহ লাতিন-আমেরিকান দেশগুলো বৈদ্যুতিক যোগাযোগ ও ডিজিটাইজেশন সহযোগিতার মাধ্যমে আধুনিকায়নের মান উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। এটি চীন-লাতিন আমেরিকা অবকাঠামো নির্মাণ সহযোগিতায় নতুন সুযোগ নিয়ে আসছে।

 

চীনের সমাজবিজ্ঞান একাডেমির লাতিন-আমেরিকা ইন্সটিটিউটের অর্থনীতি গবেষণা বিভাগের উপ-পরিচালক জাং ইয়ং মনে করেন, তথ্য অবকাঠামো ক্ষেত্রে চীন-লাতিন আমেরিকা সহযোগিতার বিরাট সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দু’পক্ষের সহযোগিতা ভিন্ন ধরনের স্ফুলিঙ্গ সৃষ্টি করবে। (প্রেমা/রহমান)