আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ইশতিয়াক আহমেদ। তিনি অনেক বছর ধরেই চীনের চিয়াং সু প্রদেশের উ সি’তে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি উসি sundiro electric vehicle কোম্পানি লিমিডেটের বিদেশী বাণিজ্য বিভাগে কাজ করছেন। তিনি উশি’র জিয়াংনান ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মূলত উশিতে এসেই তাঁর চীনা বৈচিত্র্যময় জীবনের শুরু। তাঁর যেহেতু চীনের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের প্রতি প্রবল আগ্রহ ছিল, তাঁর ক্যামেরায় সেগুলোই সবসময় উঠে এসেছে। প্রতিদানস্বরূপ জীবনের প্রথম কোনো আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই প্রথম স্থানসহ ৩টা পুরস্কার পান। প্রতিযোগিতা আয়োজনে ছিল জিয়াংসু সরকারের বৈদেশিক সংস্কৃতি বিভাগ। তারপর থেকে তিনি চীনের বিভিন্ন শহরের আলোকচিত্র এবং ভিডিওগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন।
চীনের কিছু ভ্রমণবিষয়ক কোম্পানির প্রতিনিধি হয়েও এদেশের সংস্কৃতি ও প্রকৃতি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার।
কাজের স্বীকৃতিস্বরূপ চিয়াংসুর সরকারের বন্ধু অ্যাওয়ার্ডসহ অসংখ্য সার্টিফিকেট ও পুরস্কার পেয়েছেন তিনি। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।