আজকের টপিক: যুক্তরাষ্ট্র ও চোরের মায়ের বড় গলা
2023-08-01 15:05:58

অগাস্ট ১: কোনো কোনো মার্কিন কর্মকর্তা ও সংস্থা প্রায়ই চীনকে অপবাদ দেওয়ার জন্য মিথ্যা বলে আসছে। তারা চীনকে রীতিমতো ‘হ্যাকার’ বানিয়ে দিয়েছে। অন্যদিকে, তারা যুক্তরাষ্ট্রকে সাইবার আক্রমণের অসহায় ‘শিকার’ হিসেবে চিত্রিত করার প্রয়াস পাচ্ছে। এ যেন চোরের মায়ের বড় গলা।

 

চীনের হুপেই প্রদেশের উহান মিউনিসিপ্যাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যুরো এবং গণনিরাপত্তা ব্যুরো ২৭ জুলাই আলাদাভাবে প্রকাশিত বিবৃতি ও বিজ্ঞপ্তিতে জানায়, ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ৩৬০ সিকিউরিটি টেকনোলজি কোম্পানির পর্যবেক্ষণে ধরা পড়েছে যে, উহান ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র সাইবার আক্রমণের শিকার হয়েছে। হামলাকারীরা বিদেশী সরকারের মদদপুষ্ট একটি হ্যাকার গ্রুপ ও অপরাধী। ফরেনসিক বিশ্লেষণের পর প্রাথমিকভাবে প্রমাণ মেলে যে, এ সাইবার আক্রমণ যুক্তরাষ্ট্র থেকে চালানো হয়েছে।

 

যারা এই ধরনের খবরের সঙ্গে পরিচিত, তারা এতে একটি সুপরিচিত ছায়া দেখতে পাবেন। ২০২২ সালেও ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ৩৬০ সিকিউরিটি টেকনোলজি কোম্পানির পর্যবেক্ষণে আবিষ্কৃত হয় যে, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি বিদেশী হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছিল। তখনকার তদন্ত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অধীনস্থ টেইলার্ড অ্যাকসেস অপারেশন অফিস (টিএও) ৪১ ধরনের বিশেষ নেটওয়ার্ক আক্রমণের অস্ত্র ব্যবহার করে, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির ওপর হাজার হাজার সাইবার আক্রমণ চালায় এবং সেখান থেকে মূল প্রযুক্তিগত তথ্য চুরি করে।

 

এবার উহান ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের সরঞ্জামগুলোতে একটি ব্যাকডোর প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়, যা বেআইনিভাবে ভূমিকম্পের তীব্রতার ডেটা নিয়ন্ত্রণ ও চুরি করতে পারে এবং চীনের জাতীয় নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করতে পারে।