আজকের উর্মির 'বৈঠকখানা'-য় আমার সাথে যোগ দিচ্ছেন চীনে বসবাসরত বাংলাদেশি আশরাফুল ইসলাম ওয়ালী। তিনি চীনের শেনচেন শহরের Shenzhen Baidi Industrial Com., Ltd. এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। ২০১৯ সালে তিনি চংচিং জিয়াওটং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরের তিন বছর তিনি চীনের একটি গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ২০২৩ সাল থেকে চীনের একটি কোম্পানির সাথে পার্টনারশিপে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি চীন এবং চীনা সংস্কৃতিকে ভালোবাসেন। তিনি মনে করেন, চীনে বিদেশিদের জন্য কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। চলুন, কথা বলি তার সাথে।