ব্রেস্টস্ট্রোকে সোনাজয়ে হ্যাটট্রিক চীনের ছিনের
2023-07-29 19:29:17

জুলাই ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাঁতারু ছিন হাই-ইয়াং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে তার চতুর্থ স্বর্ণপদক জিতেছেন। শুক্রবার জাপানের ফুকুওকায় অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন বিশ্বরেকর্ড গড়ার মধ্য এটি জিতে নেন তিনি৷

ছিনই ইতিহাসের প্রথম সাঁতারু যিনি একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জিতলেন।

প্রতিযোগিতার ৫০ মিটারের মাথায় তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্ব রেকর্ডধারী জ্যাক স্টাবলটি-কুকের বিরুদ্ধে শূন্য দশমিক ৯৭ সেকেন্ডের লিড গড়ে তোলেন এবং আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

চব্বিশ বছর বয়সী ছিন গন্তব্যে পৌঁছাতে ২ মিনিট ৫ দশমিক ৪৮ সেকেন্ড নেন। এটি ছিল আগের রেকর্ডের চেয়ে শূন্য দশমিক ৪৭ সেকেন্ড কম সময়। গত বছরের ১৯ মে অস্ট্রেলিয়ার নাগরিক জ্যাক স্টাবলটি-কুক একই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিলেন ২ মিনিট ৫ দশমিক ৯৫ সেকেন্ড।

শুক্রবারের এ জয়ের আগে ছিন ফুকুওকা ওয়ার্ল্ডসে ৫০ মিটার এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক এবং মিশ্র ‘ফোর ইন্টু হান্ড্রেড’ মিটার মেডলে রিলেতে শিরোপা জেতেন।

- রহমান/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।