বাংলাদেশের একটি গণমাধ্যম প্রতিনিধিদল সম্প্রতি চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করে। তাদের মধ্যে জনাব আলমগীর রেজা চৌধুরী একজন। তিনি বাংলাদেশের "দৈনিক সময়ের আলো” পত্রিকার সহকারী সম্পাদক। তিনি সফরের সময় স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি খুব উপভোগ করেন। তিনি বলেন, এখানে বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, যা একটি দেশের উন্নয়নের ভিত্তি। তা ছাড়া, জনাব আলমগীর রেজা চৌধুরী চীনের সুবিখ্যাত লেখক লু স্যুন-এর কবিতার বাংলা অনুবাদক। এ জন্য উরুমছিতে লু স্যুন-এর মূর্তি দেখে তিনি খুব উত্তেজিত বোধ করেন। চলুন, কথা বলি তাঁর সঙ্গে।