কুও চিং
2023-07-26 14:11:25

কুও চিং বা ক্লেয়ার কুও ১৯৮০ সালের ৫ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনের তাইওয়ানের পপসঙ্গীত মহলের একজন জনপ্রিয় গায়িকা ও উপস্থাপিকা।

হংকংয়ে জন্মগ্রহণ করলেও ছোটবেলায় তিনি মা-বাবার সঙ্গে তাইওয়ানে চলে যান। তাঁর বাবা খুব ভালো গান গাইতেন। বাবার প্রভাবেই তিনি ছোটবেলা থেকে তাঁর কাছ থেকে ক্যান্টোনিজ গান শিখতে শুরু করেন। ২০০৩ সালে তিনি লিনফেয়ার রেকর্ডসের (Linfair Records) সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং পরে তিন বছর ধরে প্রশিক্ষণ নেন। ২০০৭ সালের ২৯ জুন তিনি প্রথম একক অ্যালবাম ‘আমি তোমাকে ভুলতে চাই না’ প্রকাশ করেন। অ্যালবামের প্রতিপাদ্য হলো ‘প্রকৃত ভালবাসা’ । এতে মোট ১০টি গান রাখা হয়। এই অ্যালবাম দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।

 

২০০৮ সালের ৯ মে কুও চিং তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘পরবর্তী ভোর’ প্রকাশ করেন। অ্যালবামটি ‘প্রকৃত ভালোবাসা’কে প্রাধান্য দিয়ে এক ধরনের নিবেদিত সঙ্গীত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। অ্যালবামের গানগুলো নির্বাচনে অনেক সময় লাগে। কারণ তিনি সবচেয়ে উপযুক্ত গান খুঁজে বের করতে চেয়েছিলেন। অ্যালবামের জন্য শিরোনামের গানসহ মোট ১০টি গান বাছাই করা হয়। ‘স্বতঃস্ফূর্ত নিরাময়’ এগুলোর মধ্যে অন্যতম। 

 

২০০৯ সালের ২২ মে কুও চিং তাঁর তৃতীয় অ্যালবাম ‘গাছের মধ্যে গান’ প্রকাশ করেন। শিরোনাম ও প্রধান গান ছাড়া আরও ৯টি গান স্থান পায় অ্যালবামে। অ্যালবামটিকে তাঁর আগের প্রকাশিত দু’টো অ্যালবামের সঙ্গে  ‘প্রকৃত ভালোবাসার ট্রিলজি’ হিসাবে গণ্য করা হয়। ‘গাছের মধ্যে গান’ গানটি তাঁর জন্য রচিত তাঁর বৈশিষ্ট্যপূর্ণ একটি গান। এটাকে ‘পরবর্তী ভোর’ গানটির হালনাগাদ সংস্করণ বলে মনে করা হয়। গানটির সুর সৃষ্টির সময় সুরকার এক ধরনের হাল্কা, তবে উপেক্ষা করা যায় না এমন সুর দিয়েছেন। ফলে গানটিতে একই সঙ্গে প্রেমের গান ও নার্সারির ছড়ার স্বাদ পাওয়া যায়।

২০১১ সালের ২৫ অগাস্টে প্রকাশিত ‘আরেকটি সে’ হলো কুও চিংয়ের পঞ্চম অ্যালবাম। অ্যালবামের সঙ্গীত স্টাইল ৮০-এর দশকের নৃতগীত, ক্যাম্পাস ফোক, ইলেক্ট্রোফোনিক শব্দ এবং লিরিক কারাওকে। এই অ্যালবামে ‘এয়ারলাইনার টু দ্য ফিউচার’ একটি উষ্ণ সঙ্গীত। উষ্ণ ক্যাম্পাস ফোক গানটি নতুন অ্যালবামে কুও চিংয়ের একটি বড় চেষ্টা। বিশেষ করে, গানটি ভবিষ্যতের জন্য সুন্দর পূজো সম্পর্কিত ব্যাখ্যা; অনেক মানুষের বাস্তব জীবন থেকে হারানো ইতিবাচক সামর্থ্য। 

 

‘ভালোবাসতে থাকো’ হলো কুও চিংয়ের ষষ্ঠ অ্যালবাম। এটি ২০১২ সালের ৭ ডিসেম্বরে প্রকাশিত হয়।  এ অ্যালবামটিরও প্রধান বিষয় সুখ। এতে বিভিন্ন ধরনের সুখের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অ্যালবামে সবচেয়ে সুখের দৃশ্য দেখা যায় ‘তোমার হাসি আলিঙ্গন করি’ শিরোনামের সর্বশেষ গানে। অ্যালবামের এই পর্যায়ে অবিবাহিত একজন মহিলা দু’জনে পরিণত হয় এবং এর মধ্য দিয়ে অ্যালবামটির থিম ‘সুখ’  চূড়ান্ত রূপ পায়। 

 

‘তিনজন’ গানটি হলো লিনফেয়ার রেকর্ডস কোম্পানির জন্য কুও চিং, জাং শাওহান ও ফান ওয়েছি – এই তিন গায়িকার গাওয়া বন্ধুত্ব-সম্পর্কিত একটি গান। গানটিতে হৃদয় উষ্ণ ও প্রশান্ত হয়। তিন শিল্পীর অনুরাগীরা গানটিকে পছন্দ করে। এখন আমি সেই গানটি আপনাদেরকে শোনাবো।

(প্রেমা/রহমান)