জুলাই ২৫: অভিন্ন সমৃদ্ধি অর্জনের জন্য সব মানুষকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এক্ষেত্রে কাউকে ছেড়ে দেওয়া যাবে না। তা ছাড়া সব অঞ্চলকে এর অধীনে আনতে হবে।
সারা চীনের দিকে তাকালে দেখা যায়, চ্যচিয়াং প্রদেশ তুলনামূলক ধনী। গত বছর মাথাপিছু আয় ছিল ৬০ হাজার ইউয়ানের বেশি। শহরবাসীদের মাথাপিছু আয় টানা ২২ বছর ধরে দেশের সব প্রদেশ ও অঞ্চলের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু আয় টানা ৩৮ বছর ধরে দেশের প্রথম স্থানে রয়েছে।
তবে চ্যচিয়াং প্রদেশে ভারসাম্যহীন উন্নয়নের সমস্যাও রয়েছে। চ্যচিয়াং প্রদেশের পাহাড়ি এলাকায় অবস্থিত ২৬টি জেলা গোটা প্রদেশটির আয়তনের ৪৫ শতাংশ হলেও মাত্র ১০ শতাংশের কম উত্পাদন করেছে। এ ব্যবধানকে চ্যচিয়াং ‘পর্বত-সমুদ্রের’ মতো ব্যবধান বলে মনে করে।
অভিন্ন সমৃদ্ধির জন্য উচ্চ-মানের উন্নয়নের পাশাপাশি উচ্চ-স্তরের ভারসাম্যও প্রয়োজন। পার্বত্য অঞ্চলের ২৬টি জেলার উন্নয়ন করা চ্যচিয়াং প্রদেশের মূল কাজ।
২০ বছর আগে চ্যচিয়াং প্রদেশের তত্কালীন প্রাদেশিক পার্টি কমিটির সম্পাদক, কমরেড সি চিন পিং এই প্রস্তাব উত্থাপন করেছিলেন যে, চ্যচিয়াং প্রদেশের পাহাড় ও সমুদ্রের সুবিধা কাজে লাগিয়ে সেখানকার অনুন্নত অঞ্চলের উল্লম্ফন উন্নয়ন এগিয়ে নিতে পারে।
কিভাবে পাহাড় ও সমুদ্রের সুবিধা সমন্বয় করা যায়? সাম্প্রতিক বছরগুলোতে চ্যচিয়াংয়ের পাহাড় ও সমুদ্রের সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতা সংগ্রহ করেছে এবং তার মধ্যে ক্রস-আঞ্চলিক প্ল্যাটফর্ম বা ‘ছিটমহল প্ল্যাটফর্ম’ প্রতিনিধিত্বকারী বিষয়ে পরিণত হয়েছে।
ছিটমহল মানে দুই বা ততোধিক অঞ্চল প্রাদেশিক সীমানা ভঙ্গ করে নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন শিল্প পার্ক নির্মাণ ও উন্নয়নে সহযোগিতা করা।
এক সপ্তাহ আগে চ্যচিয়াং প্রদেশের নিংপো শহরের ইন চৌ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলে অবস্থিত চ্যচিয়াং ইথিয়েন যন্ত্রপাতি লিমিটেড কোম্পানি নতুন কারখানা ভবনে স্থানান্তরিত হয়েছে।
বর্তমানে নতুন সরঞ্জামের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উত্পাদন শুরু হয়। পুরানো কারখানা থেকে নতুন কারখানায় স্থানান্তর হতে মাত্র ৫ কিলোমিটার যেতে হয়। তবে, এটা তিন শতাধিক কিলোমিটারের সহযোগিতার ফলাফল। কারণ, যে ভূমিতে নতুন কারখানা অবস্থিত সে ভূমি নিংবো শহরের ইন চৌ অঞ্চল এবং ছুইচৌ শহরের ছুই চিয়াং অঞ্চল যৌথভাবে অধিকার করে।
ইথিয়েন যন্ত্রপাতি লিমিডেট কোম্পানি হচ্ছে উচ্চ পর্যায়ের সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ৫ বছরে ছোট একটি কারখানা ভাড়া করা হতো। অর্ডারের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদনের আকার বাড়ানো আরও জরুরি হয়ে পড়ে।
এ কোম্পানির উপ-মহাপরিচালক থাং চিয়েন কুও বলেন, নিংবো শহরে কোনো ভূমি খুঁজে পাওয়া সম্ভব না। কারণে আমাদের কারখানার চাহিদা একটু বেশি। কারখানার উচ্চতা ২৭ মিটার হতে হয়।
ছুই চৌ শহরের ছুই চিয়াংয়ের ভূমি পাওয়ার পর নিংবো, যার একটি উন্নত শিল্প এবং স্বল্প জমি রয়েছে, তারা প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে সক্ষম হয়। একই সময় ছুই চৌ শহরের জন্য বিনিয়োগ আকর্ষণ করা সহজ হয়ে ওঠে।
ইথিয়েন যন্ত্রপাতি লিমিডেট কোম্পানির উপ মহাপরিচালক থাং চিয়েন কুও বলেন, ‘ছিটমহল প্ল্যাটফর্ম’ এই নীতির কল্যাণে আমাদের শিল্পপ্রতিষ্ঠান অনেক উন্নত হয়েছে। বার্ষিক আউটপুট ১০ কোটি ইউয়ান থেকে ৩০ কোটি ইউয়ান, তারপর ৩০ কোটি ইউয়ান থেকে ৫০ কোটি ইউয়ান হয়েছে। এভাবে আমাদের উত্পাদন ক্ষমতা বেড়েছে।
‘ছিটমহল প্ল্যাটফর্ম’ এই মডেলের মাধ্যমে পাবর্ত্য অঞ্চলে এবং সমুদ্রের পাশে অবস্থিত বিভিন্ন জায়গার উন্নয়ন করা সম্ভব হয়েছে।
লিলি/তৌহিদ/রুবি