‘ভালো মেজাজ’
2023-07-25 11:58:46

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লি ওয়েন, ১৯৭৫ সালের ১৭ জানুয়ারি চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৯৩ সালে তিনি হংকংয়ের টিভিবি টিভি স্টেশন আয়োজিত ‘নতুন কণ্ঠশিল্পীর সংগীত প্রতিযোগিতায়’ অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার পান, এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

১৯৯৪ সালে লি ওয়েনের প্রথম অ্যালবাম ‘এখনই প্রেমে পড়বো’ প্রকাশিত হয়। ১৯৯৬ সালে লি ওয়েন সনি মিউজিক কোম্পানিতে যোগ দিয়ে ‘লি ওয়েন’ নামের অ্যালবাম প্রকাশ করেন। সেই বছর তাঁর অ্যালবাম ‘CoCo’s Party’ চীনের তাইওয়ান প্রদেশে ৫.৩ লাখ কপি বিক্রি হয়!

 

বন্ধুরা, এখন শুনুন লি ওয়েনের গান ‘ভালো মেজাজ’। গানের কথাগুলো এমন: তোমায় দেখে মেজাজ ভালো হয়। ওয়ার্ম আপ ছাড়াই আনন্দিত হই। তুমি জানো, আমি তোমাকে কত ভালো বুঝি। তোমায় পেলেই ভালো মেজাজ পাই, যেমন গ্রীষ্মকালে আইসক্রিম খাই। প্রতিবার দেখায় শক্তি পাই। যদি বিশ্ব একটি বনের সমুদ্র, আমি তুমি- একই গাছে বসবাস করতে চাই। সন্দেহ করো না, আমি তোমাকে এত কেয়ার করি। যদি প্রেম মানুষকে দুর্বল করতে পারে, সন্দেহ করো না, তোমার এমন ম্যাজিক আছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি ওয়েনের গান ‘বেবি, দুঃখিত’। গানের কথায় বলা হয়, আমার ফোন একবার রিং হয়ে আর শব্দ নেই, এই কল কি তুমি করেছো? আমি চিন্তা করি। এই কারণে মেজাজও ভালো থাকে না। আমাদের সমস্যা হল, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, তোমাকে ভালোবাসার কারণে তোমায় হারানোর ভয় পাই। বেবি, দুঃখিত, ভুলভাবে তোমাকে ভালোবাসি। কারণ আমি অনেক কেয়ার করি, তোমাকে ছাড়া আমার বিশ্ব শুধু স্মৃতি থাকে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই লি ওয়েনের আরেকটি গান, গানের নাম ‘তোমার দেওয়া প্রেম’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)