৩১তম সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম উদ্বোধন
2023-07-24 16:11:17

জুলাই ২৪: ২২ জুলাই ছেংতু শহরে অনুষ্ঠেয় ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমস বা সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং গ্রামে বসতি স্থাপনকারী প্রথম চীনা প্রতিনিধিদের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন বা এফআইএসইউ’র মহাসচিব এরিক সেনট্রোন্ড এই অনুষ্ঠানের আয়োজনে দারুণ প্রচেষ্টার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউনিভার্সিয়েড ভিলেজটি ছেংতু ইউনিভার্সিয়েডের অন্যতম সেরা উত্তরাধিকার হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

 

সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম ছেংতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। ‘সবুজ, বুদ্ধিমান, প্রাণবন্ত এবং যৌথ সমন্বয়ের’ চিন্তাধারা অনুসারে এটি তৈরি হয়। এর মোট আয়তন ৬ লাখ ৬০ হাজার বর্গমিটার এবং তা প্রায় ১১ হাজার লোকের অবস্থান বহন করতে সক্ষম। গ্রামে ১০টি আপার্টমেন্ট, ২টি ক্রীড়াবিদদের ক্যান্টিন এবং প্রতিনিধি দলের সেবা কেন্দ্র, চিকিত্সা কেন্দ্র, জিম, বাস্কেটবল প্রশিক্ষণ কেন্দ্র এবং সুইমিং পুলসহ নানা সেবা ব্যবস্থা আছে। প্রতিযোগিতা চলাকালে শতাধিক প্রতিনিধি দলের প্রায় ৮ হাজার লোক গ্রামটিতে থাকবেন।

গ্রামের কার্য-নির্বাহী উপ-গ্রামপ্রধান সু বো বলেন, প্রথম সামার ইউনিভার্সিয়েড শুরু হওয়ার পর সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো। তিনি বলেন,

 

‘গ্রাম নির্মাণের জন্য আমরা নতুন করে নির্মাণ এবং পুনর্নির্মাণের পদ্ধতি গ্রহণ করেছি। প্রতিযোগিতার পর এসব ব্যবস্থা ছেংতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের কাজ ও শিক্ষার্থীদের উন্নয়নে সহায়তা করবে। তা ছাড়া, আমরা এফআইএসইউ’র মৌলিক চাহিদা অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছি। এর ভিত্তিতে গ্রামে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে, ফলে বিশ্বের তরুণ ক্রীড়াবিদরা এখানে সুগভীর চীনা সংস্কৃতি উপলব্ধি করতে পারবেন।’

জানা গেছে, সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রামের সব বিছানার দৈর্ঘ্য ২ মিটার। ক্রীড়াবিদদের উচ্চতা বিবেচনা করে বিছানা ২.৩ মিটার পর্যন্ত লম্বা করা যাবে। ইউনিভার্সিয়েডের পর এসব বিছানা পুনরায় সংযোজন করার পর শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারবে।

 

প্রতিযোগিতা চলাকালে গ্রামে থিমযুক্ত গালা, দেশি-বিদেশি মুভি’র প্রদর্শনী এবং চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

চীনা প্রতিনিধি দলের কার্য-নির্বাহী দলনেতা লিউ লি সিন বলেন, সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রামের ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো, নিরাপদ, আরামদায়ক, চমত্কার ও বুদ্ধিমান আন্তর্জাতিক যুব কমিউনিটির মতো।

এবারের সামার ইউনিভার্সিয়েডের ১৮টি বড় প্রকল্পের প্রতিযোগিতায় অংশ নেবেন চীনা প্রতিনিধি দলের ৪১১জন ক্রীড়াবিদ। লিউ লি সিন বলেন,

 ‘নিজের ভূমিতে প্রতিযোগিতার জন্য আমাদের পরিশ্রম করা উচিত্। আমাদের উদ্দেশ্য হলো, সবচে বেশি স্বর্ণপদক জয় করা। আমরা বিশ্বের তরুণ-তরুণী এবং বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে গভীরভাবে বিনিময় করবো, চীনা গল্প তুলে ধরবো এবং চীনা যুবক, চীনা জনগণ ও চীনের ভালো চেহারা তুলে ধরবো।’

চীনা প্রতিনিধিদলে প্রায় ৯০ শতাংশেরও বেশি ক্রীড়াবিদ প্রথমবারের মতো সামার ইউনিভার্সিয়েডে অংশ নিচ্ছেন এবং ৩৪জন অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন।

লিলি/তৌহিদ/রুবি