অনুপ্রেরণাদায়ী নারী থিং চিয়াও
2023-07-20 19:54:14

থিং চিয়াও একজন কার্টুনিস্ট। তিনি ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মেরুদণ্ডের হেম্যানজিওমার কারণে তার পা অচল হয়ে পড়ে এবং এক সময় উচ্চ প্যারাপ্লিজিয়ার অবস্থায় পরিণত হয়। বেশ কয়েকবার অপারেশন ও পুনর্বাসন প্রশিক্ষণের পর তিনি স্বাধীনভাবে হাঁটতে পারেন, যা চিকিৎসা ক্ষেত্রে এক অলৌকিক ঘটনা।

দৃঢ়প্রতিজ্ঞায় থিয়াং চিয়াও ২০১৩ সালে শিবো কার্টন কলেজে ভর্তি হন। কলেজে অধ্যয়নের সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে ভালো করেন। শারীরিক প্রতিবন্ধিতা তাঁকে একজন ভালো কার্টুনিস্ট হওয়ার পথে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। থিং চিয়াও এই অসুবিধা কাটিয়ে উঠে অনেক উদ্ভাবনশীল শিল্পকর্ম সৃষ্টি করেছেন। তার অনেক শিল্পকর্ম দেশি-বিদেশি নানা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে।

কাজের মাধ্যমে নিজের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি অন্যদের যথসাধ্য সহায়তা দেন থিং চিয়াও। তিনি নানা শিল্পকর্ম তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সন্ধানে সাহায্য করেন প্রতিবন্ধীদের। তিনি শি বো কার্টুন কোম্পানির সেচ্ছাসেবক দলের একজন সদস্য, যেখানে বিনা পয়সায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণের একজন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করেন। সপ্তাহান্তে বিশ্রামের পরিবর্তে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্টুন শেখান এবং বিশেষ পাঠ্যবই তৈরি করেন। তার সাহায্য ১০ জনেরও বেশি শিক্ষার্থী চাকরি পেয়েছেন।

২০২১ সালে টোকিও প্যারালিম্পিকে স্বর্ণপদক লাভকারী চীনা ক্রীড়াবিদের জন্য এক মাসের মধ্যে থিং চিয়াও ৯৬টি কমিক ইমেজ তৈরি করেন, যা ক্রীড়াবিদদের প্রশংসা অর্জন করে। এর জন্য চীনের প্রতিবন্ধী ফেডারেশন তাকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠায়।

২০২২ সালে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি থিং চিয়াওকে বেইজিং শীত্কালীন প্যারালিম্পিকের জন্য থিম কার্টুন আকার আমন্ত্রণ জানায়। থিং চিয়াও নিজের শিল্পকর্মের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে শক্তিশালী করে গড়ে তোলার চেতনা জাগ্রত করেন এবং সমাজের ইতিবাচক শক্তি সম্প্রসারণ করেন, যা ব্যাপক প্রশংসা কুড়ায়।

ভালোবাসলে অগণিত সমস্যা অতিক্রম করা যায়। তিনি বলেন, ‘কার্টুন শিল্পকর্ম তৈরি করা বেশ কঠিন। তবে আমার শিল্পকর্মকে সবার পছন্দ ও ভালোবাসার কথা ভাবলে আমার পরিশ্রম মূল্যবান বলে মনে হয়। ভবিষ্যতে আমি অব্যাহতভাবে নিজের শিল্পকর্মের মাধ্যমে বিশ্বের কাছে মনোমুগ্ধকর শক্তি যোগাবো।

(রুবি/রহমান)