চাওসু কাউন্টিতে পর্যটন মৌসুম তুঙ্গে
2023-07-20 17:01:18

জুলাই ২০, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের কাজাখ অটোনোমাস প্রিফেকচার ইলি। এখানে কাজাখ জাতিগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী রীতিনীতি রয়েছে। ইলির প্রাকৃতিক দৃশ্যও অপরূপ সুন্দর। ইলির চাওসু কাউন্টিতে এখন চলছে পর্যটনের ভরা মৌসুম।

বিস্তীর্ণ তৃণভূমিজুড়ে অথবা অগভীর জলাশয়ের উপর দিয়ে ঘোড়ার পালের দৌড়ে বেড়ানোর দৃশ্য, মাঠভরা কোলে ফুলের হলুদ-সোনালি সৌন্দর্য, পাহাড়, লেক, তৃণভূমি ও কাজাখ সংস্কৃতির বর্ণিল পরিবেশনা এসব দেখতে পর্যটকরা ভিড় জমিয়েছেন চাওসু কাউন্টিতে।

কাজাখদের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে আছে ঘোড়া। ঘোড়দৌড় দেখতে আর ঘোড়ায় চড়ার আনন্দ উপভোগ করতে এখানে আসছেন পর্যটকরা। এখানে বিভিন্ন অশ্বপালন খামারে ঘোড়ায় চড়া শেখারও সুযোগ রয়েছে।

শান্তা/রহমান