চীনা গায়িকা ইয়াং নাই উন
2023-07-20 10:00:05

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন রক গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ইয়াং নাই উন। তিনি তাইওয়ানের ‘রক রানী’ হিসেবে পরিচিত। অনেকের কাছে তিনি ও তার গান ‘স্বাধীন, অনন্য ব্যক্তিত্বের’ প্রতীক। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়াং নাই উনের জনপ্রিয় গান ‘Countess’।গান ১

 

ইয়াং নাই উন ১৯৭৪ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি সংগীত খুব পছন্দ করতেন। ৬ বছর বয়সে তিনি পিয়ানো বাজানো শেখা শুরু করেন। পরে তিনি পিপা, সানসিয়ান, ড্রাম, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র শিখেছেন। স্কুল জীবনে তিনি পরিবারের সঙ্গে তাইওয়ান থেকে অস্ট্রেলিয়ায় যান। সেখানে ইয়াং নাই উন প্রথমবারের মত সংগীত শেখেন এবং এর প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠেন। তাই তিনি সিডনি অপেরা হাউসের মিউজিকাল থিয়েটার ওয়ার্কশপে অংশগ্রহণ করেন, সেখানে পেশাদার সংগীত প্রশিক্ষণও নেন। বিদেশে বড় হওয়ার কারণে ইয়াং নাই উন তার জন্মস্থান তাইওয়ান খুব মিস করেন। তিনি সবসময় তাইওয়ানে ফিরে যেতে চান। তাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ইয়াং নান উন তাইওয়ানে ফিরে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেন।গান ২

 

তাইওয়ানে ফেরার পর ইয়াং নাই উন বিভিন্ন বারে গান গান। ১৯৯৫ সালে তিনি অডিশনে অংশ নেন এবং পরে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। এর মাধ্যমে ইয়াং নাই উন কিছু বিখ্যাত সংগীত প্রযোজকের সঙ্গে দেখা করেছেন। তাদের সুপারিশে ১৯৯৬ সালে ইয়াং নাই উন তখনকার তাইওয়ানের শ্রেষ্ঠ সংগীত কোম্পানি ‘মো ইয়ানে’ যোগ করেছেন। সেই কোম্পানিতে রয়েছে তাইওয়ানের অনেক জনপ্রিয় সংগীতশিল্পী। তারা ইয়াং নাই উনের সংগীত উন্নয়নে বড় প্রভাব ফেলেছে। ১৯৯৭ সালে ইয়াং নাই উনের প্রথম অ্যালবাম ‘One’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীতজীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ইয়াং নাই উনের একটি সুন্দর গান ‘তারকাময় আকাশ’।গান ৩


 ১৯৯৯ সালে ইয়াং নাই উনের দ্বিতীয় অ্যালবাম ‘নীরবতা’ মুক্তি পায়। এই অ্যালবামে রয়েছে অনেক বিখ্যাত সংগীত প্রযোজকের গান। তিনি প্রথমবারের মত নিজে একটি গান রচনা করেন। এসব গানের মাধ্যমে ইয়াং নাই উনের বৈশিষ্ট্য আকর্ষণীয় ও সুন্দরভাবে ফুটে উঠেছে। এই অ্যালবামের জন্য ইয়াং নাই উন তাইওয়ানের সবচেয়ে প্রভাবশালী গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। সবাই ইয়ান নাই উন ও তার গান সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ইয়াং নাই উনের একটি জনপ্রিয় গান ‘ভয়’।গান ৪

 

২০০১ সালে ইয়াং নাই উন তার তৃতীয় অ্যালবাম ‘উচিত’ প্রকাশ করেন। এবার তিনি আরো বেশি গান রচনা করেছেন এবং অনেক রক গান গেয়েছেন। এসব রক গানে তিনি অন্যান্য শৈলীর সংগীতের উপাদান এবং নিজের ধারণা যোগ করেছেন, এতে গানগুলো শুনতে আকর্ষণীয় ও অনন্য মনে হয়। আগের অ্যালবামের মত এই অ্যালবামও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইয়াং নাই উনও ‘রক রানী’ হিসেবে আরো বেশি পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের ইয়াং নাই উনের জনপ্রিয় একটি গান ‘আমার সুখ কামনা করুন’।গান ৫

 

গান গাওয়ার পাশাপাশি ২০০৫ সালে ইয়াং নাই উন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ২০০৬ সালে তিনি প্রযোজক হিসেবে কাজ করা শুরু করেন। পরে তার প্রকাশিত প্রায় সব অ্যালবাম গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ অ্যালবামের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এখন পর্যন্ত তিনি ৪বার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন ইয়াং নাই উনের ২০১৩ সালে প্রকাশিত একটি জনপ্রিয় গান ‘missed call’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা একসঙ্গে ইয়াং নাই উনের আরেকটি সুন্দর গান ‘পৃথিবীর দরজা খোলা’ শুনবো। আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।