গ্রীষ্মকালের শীতল অর্থনীতি
2023-07-19 15:09:47

সাম্প্রতিক কয়েক দিন তাপদাহে ভুগেছে বেইজিং এবং পাশের হ্যপেই প্রদেশ ও হ্যনান প্রদেশ। বিভিন্ন শহর উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করে। তাপের কারণে ‘শীতল পণ্যের’ বিক্রির পরিমাণ দ্রুত বাড়ে। এটিকে ‘শীতল অর্থনীতি’ বলা হয়। রাতের মেলা, ঠান্ডা জায়গায় ভ্রমণ, ইত্যাদিও জনপ্রিয় হয়ে উঠেছে।

শীতলায়ন যন্ত্রপাতি বিক্রি

জুন মাস থেকে তাপমাত্রা দিন দিন বাড়তে থাকায় এবং শেষে তা তাপদাহে পরিণত হওয়ায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসির চাহিদা বৃদ্ধি পায়। পরিসংখ্যান বলছে, ১৮ জুন অনলাইন কেনাকাটা উত্সব চলাকালে চীনে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার এসি বিক্রি হয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৯ শতাংশ বেশি। অর্থের হিসাবে বিক্রির পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ১১০ কোটি  ইউয়ান, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

চাহিদা পূরণ করতে কোম্পানিগুলো আরও বেশি এসি উত্পাদনের পরিকল্পনা করে। পরিকল্পনায় দেখা যায়, জুলাই মাসে চীনে এসি  উত্পাদন পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজারে। এর মধ্যে ১ কোটি ৫ লাখ ২০ হাজার এসি বিক্রি হবে দেশে আর ৪৩ লাখ ১০ হাজার বিদেশে। গত বছরের একই সময়ের তুলনায় এক্ষেত্রে প্রবৃদ্ধি হবে যথাক্রমে ৩০ দশমিক ৯ শতাংশ এবং ১২ দশমিক ৬ শতাংশ।

এসির পাশাপাশি বৈদ্যুতিক পাখার বিক্রির পরিমাণও বৃদ্ধি পায়।  চলতি বছরের মে মাসে অনলাইনে বৈদ্যুতিক পাখার বিক্রির পরিমাণ  গত বছরের  একই সময়ের তুলনায় ৫৪ দশমিক ৫ শতাংশ বাড়ে।  অনলাইন ও অফলাইনের বিক্রির আয় যথাক্রমে ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং ৪৭ দশমিক ৮১ শতাংশ বেশি হয়। অনলাইন কেনাকাটা প্ল্যাটফর্ম মেইথুয়ানের পরিসংখ্যান বলছে, জুন মাসে বৈদ্যুতিক পাখার বিক্রির পরিমাণ গত বছরের জুন মাসের তুলনায় ৮৯ শতাংশ বৃদ্ধি পায়। এর মধ্যে বেইজিং, ছেংতু, শাংহাই, শেনচেন ও কুয়াংচৌ - এ পাঁচটি শহরে সবচেয়ে বেশি বৈদ্যুতিক পাখা বিক্রি হয়।

রাতের বিনোদন

গ্রীষ্মকালে দিনের তুলনায় রাতে তাপমাত্রা কম থাকে। তাই মানুষেরা সূর্যাস্তের পর বাইরে যেতে পছন্দ করে। মেইথুয়ানের পরিসংখ্যানে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে রাতের বিনোদন উপভোগ দ্রুত বৃদ্ধি পায়। এর মধ্যে ২০-৩০ বছর বয়সী ব্যক্তিরা সবচেয়ে বেশি রাতের বিনোদন উপভোগ করে।

রাতে শরীরচর্চা করাও নতুন ধারায় পরিণত হয়। পরিসংখ্যান বলছে, এক সপ্তাহে রাত্রিকালীন ক্রীড়ার জন্য রিজার্ভেশন গত বছরের একই সময়ের তুলনায় ৮৭ শতাংশ বৃদ্ধি পায়। এর মধ্যে বল নিয়ে যেসব খেলা আছে, সেগুলো সবচেয়ে জনপ্রিয় হয়। যেমন বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল প্রায় সবাই পছন্দ করে। তাছাড়া, স্কিটিংও অনেক জনপ্রিয়তা পায়। রাতে স্কিটিং মাঠে রিজার্ভেশনও ৫ গুণ বাড়ে।

অনেক কাল ধরে বেইজিং ও শাংহাইসহ নানা শহরে রাতে সাইকেল চালানোও জনপ্রিয় একটি ক্রীড়া। জুন মাসে বেইজিংয়ে রাতে শেয়ারিং সাইকেল ব্যবহারের হার মে মাসের তুলানায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়। ছুটির সময়ে সাবওয়ে স্টেশনের কাছাকাছি সাইকেল পার্কিং ও ব্যবহারের চাহিদা মে মাসের তুলনায় ১০ গুণের বেশি হয়। শাংহাই শহরে ২০২৩ সালের প্রথম ৬ মাসে রাতে শেয়ারিং সাইকেলের ব্যবহারের সময় দ্বিগুণ হয়। রাতে সাইকেল চালানো মানুষের মধ্যে ৬০ শতাংশ গত ৮০ ও ৯০ দশকে জন্মগ্রহণকারী।

গ্রীষ্মের ভ্রমণ

কিছু জায়গায় তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় শীতল আবহাওয়ার স্থানগুলোতে ভ্রমণকারী মানুষের সংখ্যাও বাড়ে। চীনের পর্যটন বিষয়ক ওয়েবসাইট Ctrip-এর পরিসংখ্যানে দেখা যায়, ৩ জুলাই পর্যন্ত চীনের চেংত্য, সিনিং, ইছুন, খুনমিং ও কুই-ইয়াং শহরে যাওয়ার পর্যটন অর্ডার যথাক্রমে ১৭০ শতাংশ, ৭৭ শতাংশ, ৭১ শতাংশ, ৬৩ শতাংশ এবং ৫৭ শতাংশ বৃদ্ধি পায়। তৃণভূমিতে ভ্রমণও জনপ্রিয় একটি পদ্ধতি। গ্রুপ করে তৃণভূমিতে যাওয়া মানুষের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫৫ শতাংশ বাড়ে।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাপ-পীড়িত শহরের ৯৪ দশমিক ৫ শতাংশ মানুষ বাইরে যেতে আগ্রহ প্রকাশ করে। তাদের মধ্যে ৩৮ দশমিক ২ শতাংশ এবং ৩৫ দশমিক ১ শতাংশ মানুষ যথাক্রমে দু ও তিন বার বাইরে যাবার ইচ্ছা ব্যক্ত করে।

চীনা পর্যটন গবেষণালয় থেকে সম্প্রতি প্রকাশিত ‘চীনা তাপ এড়ানো পর্যটন উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, চীনে গরম এড়ানোর পর্যটন বাজারের আকার ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এটা পর্যটন বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এ কারণে আগামী ছয় মাসে পর্যটন বাজার নিয়ে আশাবাদী চীন।(শিশির/রহমান/রুবি)