জুলাই ১৯: গতকাল (মঙ্গলবার), ১৮ জুলাই বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে আলজেরিয়ার সফররত প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সাথে গণমহাভবনে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও আলজেরিয়া অভিন্ন উন্নয়ন ও জাতীয় পুনর্জাগরণের পথে পরস্পরের আন্তরিক বন্ধু এবং অংশীদার। চীন চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনর্জাগরণের স্বপ্ন পূরণের পথে সামনে এগিয়ে যাচ্ছে এবং আলজেরিয়ার মানুষ ও সরকারও "নতুন আলজেরিয়া" নির্মাণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। চীন ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং চীন-আলজেরিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের জন্য দেশটির সাথে যৌথভাবে কাজ করে যেতে ইচ্ছুক।
সি চিন পিং উল্লেখ করেন, চলতি বছর চীন ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী। বিগত ৬৫ বছরে, চীন ও আলজেরিয়া সর্বদা দুঃখ-দুর্দশা ভাগাভাগি করে নিয়েছে এবং একে অপরকে সাহায্য করেছে; সময়ের সাথে সাথে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে। নতুন যাত্রায়, চীন ঐতিহ্যগত বন্ধুত্ব অব্যাহত রাখতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, আদান-প্রদান ও সহযোগিতাকে আরও গভীর করতে এবং চীন-আলজেরিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের স্থির ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য আলজেরিয়ার সাথে একত্রে কাজ করতে ইচ্ছুক।
সি চিন পিং জোর দিয়ে বলেন, উভয় পক্ষের উচিত একে অপরের মূল স্বার্থসম্পর্কিত বিষয়ে পরস্পরকে সমর্থন করা। তাইওয়ান, সিনচিয়াং এবং মানবাধিকারের মতো ইস্যুতে চীনের পক্ষে ন্যায্য অবস্থান নেওয়ায় তিনি আলজেরিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভূখন্ডের অখণ্ডতা রক্ষায় আলজেরিয়াকে দৃঢ়ভাবে সমর্থন করে, আলজেরিয়াকে তার নিজস্ব জাতীয় অবস্থার সাথে মানানসই উন্নয়নের পথ অনুসরণে সমর্থন করে, এবং আলজেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে।
সি চিন পিং বলেন, "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ সহযোগিতা-প্রকল্প বাস্তবায়নের জন্য দুই পক্ষের একসঙ্গে কাজ করা উচিত; ঐতিহ্যগত ক্ষেত্রসমূহ, যেমন অবকাঠামো, পেট্রোকেমিক্যাল, খনি এবং কৃষিতে পারস্পরিক সহযোগিতা গভীরতর করা উচিত; মহাকাশের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেত্রেও দু’দেশের সহযোগিতা প্রসারিত করা উচিত। পারমাণবিক শক্তি, তথ্য ও যোগাযোগ, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করাও সময়ের দাবি। চীন আলজেরিয়াকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে, আলজেরিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিতে, আলজেরিয়া থেকে আরও উচ্চমানের পণ্য আমদানি করতে, এবং আলজেরিয়ায় বিনিয়োগ বাড়াতে ইচ্ছুক।
সি চিন পিং বলেন: "গত ৬০ বছরে চীন ২৭টি মেডিকেল দলের অংশ হিসেবে ৩৫২২ জন চিকিত্সাকর্মী আলজেরিয়ায় পাঠিয়েছে, ২ কোটি ৭০ লাখের মতো স্থানীয় রোগীকে চিকিত্সাসেবা দিয়েছে, ২ কোটির বেশি নবজাতক প্রসবে আলজেরিয়ার মায়েদের সাহায্য করেছে।"
সি চিন পিং বলেন, চীন আলজেরিয়ার সাথে চিকিত্সা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর করতে এবং আলজেরিয়ার শিক্ষার্থীদের আরও বেশি সরকারি বৃত্তি দিতে আগ্রহী। পাশাপাশি, সংবাদ, পর্যটন, খেলাধুলা, থিঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং দুই দেশের জনগণের মধ্যে সমঝোতার ভিত্তি সুসংহত করতে ইচ্ছুক চীন।
সি চিন পিং উল্লেখ করেন যে, চীন প্রথম চীন-আরব সম্মেলনের ফলাফল বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে, চীন-আরব বাস্তব সহযোগিতার "আটটি প্রধান যৌথ পদক্ষেপ" বাস্তবায়ন করতে আরব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামো, ফোরামের ডাকার সভার ফলাফল বাস্তবায়ন এবং নতুন যুগে চীন-আরব ও চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের কমিউনিটি নির্মাণ করতেও আগ্রহী চীন।
২০২৪-২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় আলজেরিয়াকে অভিনন্দনও জানান সি চিন পিং। তিনি বলেন, তাঁর দেশ জাতিসংঘকে কেন্দ্র করে মূল আন্তর্জাতিক ব্যবস্থা, জাতিসংঘের আইনের ভিত্তিতে স্থাপিত আন্তর্জাতিক ব্যবস্থা, এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালাকে কেন্দ্র করে মৌলিক আন্তর্জাতিক সম্পর্কের মানদন্ড রক্ষা করতে ইচ্ছুক। আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি-ভিত্তিক মৌলিক নিয়ম মেনে নিতে, সত্যিকারের বহুপাক্ষিকতার অনুশীলন করতে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করতে, এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ সুরক্ষা করতে চীন ইচ্ছুক বলেও দৃঢ়ভাবে বলেন প্রেসিডেন্ট সি।
জবাবে তেবেন বলেন, চীন আলজেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার। দীর্ঘ সময় ধরে তাঁর দেশকে বিভিন্ন মূল্যবান সহায়তা দেওয়ায় চীনকে তিনি ধন্যবাদ জানান।
তেবোউন বলেন, আলজেরিয়া দৃঢ়ভাবে তাইওয়ান ও সিনচিয়াং-এর মতো ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করে; চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ ও বিশ্ব সভ্যতার উদ্যোগকে সমর্থন করে; এবং "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়। আলজেরিয়ার জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জনে সহায়তা করার জন্য চীন-আলজেরিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করতে ইচ্ছুক তাঁর সরকার।
আলোচনার পর দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে কৃষি, পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, টেলিযোগাযোগ, টেকসই নগর উন্নয়ন, বাণিজ্য, মহাকাশ, পরিদর্শন ও কোয়ারিন্টিন, জ্বালানি, শিক্ষা, ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বেশ কয়েকটি নথিতে স্বাক্ষর করেন। বৈঠকশেষে উভয় পক্ষ "চীন ও আলজেরিয়ার যৌথ বিবৃতি" প্রকাশ করে। (ইয়াং/আলিম/ছাই)