পোর্সেলিন খোদাই শিল্পকর্ম শিখছে শিশুরা
2023-07-18 15:17:45

জুলাই ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন গ্রীষ্মের ছুটি চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। উত্তর চীনের হ্যপেই প্রদেশে ছাংচোও এলাকার হ্যচিয়ান সিটিতে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা গ্রীষ্মের ছুটিতে শিখছে পোর্সেলিন খোদাই কাজ। এটি হ্যপেই প্রদেশের একটি অবৈষয়িক ঐতিহ্য।

পোর্সেলিনের উপর খোদাই কাজ চীনের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শিল্প। এই ঐতিহ্যবাহী কারুশিল্পের একজন ধারক বা ইনহেরিটর হলেন হোও হানফং। ১৯৯১ সাল থেকে তিনি এই কারুশিল্পের চর্চা করছেন। সম্প্রতি লোংহুয়াতিয়ান গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা একটি কর্মশালায় অংশ নেয়। সেখানে তারা হোও হানফংয়ের কাছ থেকে ঐতিহ্যবাহী এই কারুশিল্প শেখে।

হোও হানফং সাম্প্রতিক বছরগুলোতে বিনামূল্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চীনা লোকজ পোর্সেলিন খোদাই কারুশিল্প শিক্ষা দিচ্ছেন। মূলত, ছুটির সময়ে তারা এই ধরনের কর্মশালায় অংশ নিতে পারে।

হোও বলেন, ‘এই হস্তশিল্প শিখতে ধৈর্য দরকার। আমি খুব খুশি যে চীনের এই ঐতিহ্যবাহী লোকজ শিল্পটি ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারছি।’

শান্তা/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি