‘গভীর শরতের ভালোবাসা’
2023-07-18 11:35:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী থান ইয়ুং লিন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

থান ইয়ুং লিন, ১৯৫০ সালের ২৩ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকং-এর বিখ্যাত কণ্ঠশিল্পী, সুরকার ও অভিনেতা।

 

১৯৬৮ সালে থান ইয়ুং লিন ‘Loosers’ সংগীত ব্যান্ডে যোগ দেন ও আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ১৯৭৩ সালে তিনি ‘winner’ সংগীত ব্যান্ডে যোগ দেন। ১৯৭৫ সালে থান ইয়ুং লিনের প্রথম চলচ্চিত্র ‘সবাই খুশি’ মুক্তি পায়। ১৯৭৮ সালে ‘winner’ সংগীত ব্যান্ড ভেঙে যাওয়ার পর তিনি আর কোনো সংগীত ব্যান্ডে যোগ দেননি।

 

বন্ধুরা, এখন শুনুন থান ইয়ুং লিনের গান ‘গভীর শরতের ভালোবাসা’। গানের কথায় বলা হয়, বিদায়ের সময় এড়ানো না গেলেও, আমি শুধুই তোমাকে হাসি মুখে বিদায় দিতে চাই। কারণ, এমন প্রেম আর হবে না। তাহলে কিভাবে উপভোগ  করা যায়। পরে আমি সবসময় তোমাকে মিস করি, গভীর শরতের সময়। অদৃশ্য স্মৃতি, ভালোবাসা হৃদয়ে থাকে। তোমার জন্য অশ্রু বের হয়। ভুলে যাও, অতীতের স্বপ্ন, ফিরে তাকিও না, ভালোবাসার প্রতিদান আশা করবে না। যখন আমি তোমাকে মিস করি, তখন ঠিক গভীর শরতকাল।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন থান ইয়ুং লিনের গান ‘স্বপ্ন ও জাগার মধ্যে’। গানের কথাগুলো এমন: স্বপ্ন ও জেগে থাকার মাঝে, আমরা সময় অতিক্রম করে যাই। প্রতি মিনিট এক বছর মনে হয়। কত মিষ্টি মুহূর্ত থাকে। ঠিক স্বপ্ন এবং জেগে থাকার মধ্যে, আমরা আগামীকালের কথা ভুলে যাই। কিছু সময় সংরক্ষণ করি নি। জেগে উঠে তোমাকে দেখা যায় না। আবার স্বপ্নে ফিরি, তবে কিভাবে প্রেমের কথা আবার লেখা যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন থান ইয়ুং লিনের গান ‘বৃষ্টি রাতের রোম্যান্স’। গানের কথায় বলা হয়, এই বৃষ্টি রাতে, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি। শান্ত রাস্তায়, গানের কণ্ঠে, কে চুমু দেয়। তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকি। ছাতার নিচে দেখি, রাতের বৃষ্টি ঝরছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থান ইয়ুং লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)