সহজ চীনা ভাষা: কপট পছন্দ
2023-07-18 10:00:23

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে যে ছেং ইয়ু আপনাদেরকে শিখাবো তা হল ‘叶公好龙’, এর আক্ষরিক অর্থ হল ‘ইয়ে কং ড্রাগন পছন্দ করে’। ড্রাগন চীনা জাতির টোটেম ও প্রতীক। চীনের পৌরাণিক কাহিনীতে ড্রাগন খুব শক্তিশালী প্রাণী, যা সমুদ্রে ডুব দিতে পারে এবং আকাশে উড়তে পারে। মানুষ বিশ্বাস করে যে, ড্রাগন বৃষ্টির দেবতা। প্রাচীনকালে মানুষ ভালো আবহাওয়ার জন্য ড্রাগনের পূজা করত। অনেক লোক ড্রাগনের ধারণা পছন্দ ও সম্মান করে, ড্রাগন আকারের জিনিস, ছবি, ভাস্কর্য খুবই সাধারণ বিষয়। এই ছেং ইয়ু ড্রাগনের সঙ্গে জড়িত।

একটি রূপকথায় বলা হয়, ছু রাষ্ট্রে ইয়ে কং নামে একজন মানুষ ছিল। সে শক্তিশালী ড্রাগন খুব পছন্দ করত এবং সবসময় অন্যকে তার পছন্দের কথা বলত। তার বাসার সামনে দুটি বড় পাথরের স্তম্ভ আছে, এতে সে বড় বড় ড্রাগন খোদাই করত। শুধু স্তম্ভেই নয়, তার উঠান, বাসার ছাদ, আসবাবপত্র, বিছানা......সব জায়গায় দেখা যায় ড্রাগন। তার জীবনও ড্রাগনে ভরে ওঠে। যখন সে ছবি আঁকে, তখন শুধু ড্রাগনেরই ছবি আঁকে, হস্তলিপি করলে শুধু ড্রাগনের অক্ষর লিখে। সে তার সন্তানদেরকে ড্রাগনের নাম দেন। ইয়ে কং ড্রাগন এত পছন্দ করেন যে ছু রাষ্ট্রের সবাই তা জানে। আর এই ব্যাপারটি এক দিন ড্রাগন শুনতে পায়। ড্রাগন খুব মুগ্ধ হয় এবং স্বর্গ থেকে নেমে তাকে দেখতে যায়।

একদিন ইয়ে কং ঘুমাচ্ছিল। হঠাৎ ভারি বৃষ্টি ও বাতাস হয় এবং বজ্রপাতও হয়। ইয়ে কং ঘুম থেকে উঠে জানালা বন্ধ করতে যায়। তখন সে দেখে, একটি বড় ড্রাগন তার উঠানে দাঁড়িয়ে আছে। ড্রাগন জানালা দিয়ে তাকে দেখে এবং অভিবাদন জানায়। বিশাল বড় ড্রাগন দেখে ইয়ে কং খুশি না-হয়ে বিস্মিত হয়, ভয় পায় ও জ্ঞান হারিয়ে ফেলে। ড্রাগন বুঝতে পারে যে, সে আসলে তাকে পছন্দ করে না। আর এতে সে খুব হতাশ হয়ে স্বর্গে ফিরে যায়। এ ঘটনা থেকে লোকেরাও বুঝতে পারে যে, ইয়ে কংয়ের ড্রাগনের প্রতি ভালোবাসা প্রকাশ করা শুধুই লোক দেখানো ও নিজেকে প্রদর্শন করার জন্য। ‘叶公好龙’ এই ছেং ইয়ুর আক্ষরিক অর্থ ‘ইয়ে কং ড্রাগন পছন্দ করে’ হলেও এর আসল অর্থ- ‘ইয়ে কং ড্রাগন সত্য পছন্দ করে না’-এই অর্থ প্রকাশ করে। পরে মানুষরা এই ছেং ইয়ু দিয়ে ‘কোনো জিনিস বা মানুষের প্রতি কপট পছন্দ ও সম্মানের’ অর্থ প্রকাশ করে।

 

কথোপকথন---প্রাণী

বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বিভিন্ন প্রাণী অনেক পছন্দ করেন, তাই না? প্রাচীনকাল থেকেই মানুষ ও প্রাণীর সহাবস্থান শুরু হয়। বর্তমানে তা আমাদের জীবনের ঘনিষ্ঠ উপাদানে পরিণত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা প্রাণী সম্পর্কিত কিছু চীনা ভাষা শিখাবো।

动物 dòng wù প্রাণী 你喜欢什么动物 nǐ xǐ huān shěn me dòng wù তুমি কি কি প্রাণী পছন্দ কর?

我很喜欢鸟/猫/狗  wǒ xǐ huān niǎo/māo/ gǒu আমি পাখি/বিড়াল/কুকুর খুব পছন্দ করি

动物园 dòng wù yuán চিড়িয়াখানা 动物园里有很多动物 dòng wù yuán  li yǒu hěn duō dòng wù চিড়িয়াখানায় অনেক ধরনের প্রাণী আছে

老虎 lǎo hǔ বাঘ  狮子 shī zi সিংহ  大熊猫 dàxióng māo  পান্ডা  大象 dà xiàng  হাতি

北京动物园里有孟加拉虎和大熊猫

Běi jīng dòng wù yuán li yǒu mèng jiā lā hǔ hé dàxióng māo

বেইজিং চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার ও পান্ডা আছে

宠物 chǒng wù পোষা প্রাণী  宠物店chǒng wù diàn পোষা প্রাণীর দোকান

这只猫很可爱 zhè zhī māo hěn kě ài এই বিড়াল খুব সুন্দর

我养了一只狗 wǒ yang le yì zhī gǒu  আমার একটি কুকুর আছে