সিনচিয়াংয়ের আলতুন পাহাড়ে
2023-07-17 15:07:53

জুলাই ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আলতুন পার্বত্য এলাকার ন্যাশনাল নেচার রিজার্ভে জীববৈচিত্র্য সংরক্ষণমূলক কাজের ফলে এখানে বন্য প্রাণীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।

এখানে আছে তিব্বতি বুনো চমরী, বুনো গাধা, পাহাড়ি নেকড়ে, তিব্বতি হরিণ, হিমালয়ান মারমট, মালভূমির পিকা (একধরনের ছোট স্তন্যপায়ী প্রাণী), তিব্বতি গজলা হরিণ, লোমশ খরগোশ, আরগালিস (এক ধরনের মেষ), তিব্বতি শেয়াল, পালাস স্যান্ড গ্রোস পাখি, রুডি শেলডাক পাখি, কালো গলা সারস পাখি ইত্যাদি। এই বিশাল এলাকার দক্ষিণ পূর্বে সিনচিয়াং, উত্তরে তিব্বতি মালভূমি, দক্ষিণে তারিম বেসিন।

এখানে বন্যপ্রাণী সংরক্ষণমূলক কাজের ফলে বন্যপ্রাণীর বিচরণ বেড়েছে এবং জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

শান্তা/হাশিম