সম্ভাবনার দুয়ার দেখাচ্ছে চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক সহযোগিতা
2023-07-17 15:42:59

সম্প্রতি চীনের হুনান প্রদেশের লিলিং শহরের  চিংথাও সিরামিক কর্পোরেশন লিমিটেডে (Jingtao Ceramic Corporation Ltd) উত্পাদিত ১৫ হাজার ৪০৮টি সিরামিক থালাবাসন দক্ষিণ আফ্রিকায় রপ্তানি হয়েছে। এটি চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় আরেকটি নতুন সাফল্য।

চীনের মিং রাজবংশের আমলে জেংহো পশ্চিমে ভ্রমণ করার সময় চীনা সিরামিক ও সিল্ক আফ্রিকায় পৌঁছায়। চীনে উত্পাদিত উন্নতমানের সিরামিক এখনও চীন-আফ্রিকা বাণিজ্যিক যোগাযোগের ঐতিহ্য বজায় রেখে আফ্রিকান জনগণের জীবনে জায়গা করে নিয়েছে।

হুনান প্রদেশের জুজৌয়ে শুল্ক বিভাগের দায়িত্বশীল ব্যক্তি লি শুমিং ব্যাখ্যা করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হুনানের লিলিং থেকে আফ্রিকায় রপ্তানিকৃত সিরামিকের প্রধান পণ্য হলো লাইফ চীনামাটির বাসন (কফি কাপ)। লিলিংয়ের প্রধান কাঙ্ক্ষিত বাজার হলো দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া ও মরক্কো। গত বছরে আফ্রিকায় লিলিংয়ের রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১২ দশমিক ৬ লাখ মার্কিন ডলার।

বর্তমানে ‘হুনান সিরামিক’-এর প্রতিনিধিত্বকারী লিলিং সিরামিক দেশি-বিদেশি সংস্কৃতির সমন্বয়ে ‘এক অঞ্চল এক পথ’কে কাজে লাগিয়ে আফ্রিকায় পণ্য বিক্রি করছে।

চলতি বছর ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। চীন ও আফ্রিকার দেশগুলোর নেতাদের কৌশলগত নেতৃত্বে গত দশ বছরে দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা খুব ফলপ্রসূ হয়েছে। তাছাড়া সহযোগিতার মাত্রা অব্যাহতভাবে সম্প্রসারিত হবার সঙ্গে সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে এবং সহযোগিতামূলক ব্যবস্থা দিন দিন সুসম্পূর্ণ হচ্ছে।

আফ্রিকার দেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ বিনিময় কার্যক্রমগুলোর অন্যতম অংশ হিসাবে গত ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত তৃতীয় চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক মেলা হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয়।

ছাংশা কাওছিয়াও বাজারে আয়োজিত মেলাটির স্থায়ী প্রদর্শনী হলে স্থান পায় কেনিয়ার তাজা ফুল, যা ছিল চোখ ধাঁধানো ও নজরকাড়া।

কেনিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ তাজা ফুল রপ্তানিকারক দেশ। সবেমাত্র কেনিয়া থেকে নিজ দেশে ফিরে আসা চীনা ব্যবসায়ী হুয়াং জিনান জানান, চীন ও আফ্রিকার মধ্যে ফ্লাইট বাড়ানো এবং কাস্টমস ক্লিয়ারেন্সসহ বিভিন্ন ব্যবস্থার কারণে কেনিয়ার এসব ফুল একেবারে তরতাজা অবস্থায় চীনা ভোক্তাদের হাতে পৌঁছায়।

চীনের বাজারে আফ্রিকান কৃষিপণ্যের প্রবেশের ‘সবুজ চ্যানেল’ প্রতিষ্ঠা করেছে চীন। তাজা ফুল ছাড়া কেনিয়ার অ্যাভোকাডো (avocado), তাঞ্জানিয়ার তিল এবং দক্ষিণ আফ্রিকার তাজা নাশপাতির মতো বহু সংখ্যক আফ্রিকান কৃষিপণ্য চীনা বাজারে প্রবেশ করেছে এবং ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে।

চীন আফ্রিকার সঙ্গে ‘নয়টি প্রকল্প’ বাস্তবায়নের কথা ঘোষণা করে ২০২১ সালের নভেম্বরে। চীনের উপ-বাণিজ্য মন্ত্রী লি ফেই জানান, ‘নয়টি প্রকল্প’ বর্তমান ও ভবিষ্যতে কিছু সময়ের মধ্যে আফ্রিকার প্রতি চীনের বাস্তব সহযোগিতার প্রধান কাজ এবং চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

‘নয়টি প্রকল্প’’র মধ্যে অন্যতম - ‘ডিজিটাল সৃজনশীল প্রকল্প’ তৃতীয় চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক মেলা চলাকালে অনুষ্ঠিত আফ্রিকার ভালো পণ্যের অনলাইন শপিং উত্সবে (Africa Good Things Online Shopping Festival) আরও বেশি উন্নতমানের আফ্রিকান পণ্যের চীনা বাজারে প্রবেশে নেতৃত্ব দেয়।

কেনিয়ার বেনইয়ান ওয়াতুমা তাঁর লাইভ-স্ট্রিমিং ই-কমার্সে চীনা ভোক্তাদের কাছে আফ্রিকান পণ্য তুলে ধরেন। তাঁর মতে, তিনি শুধু পণ্যের পরিচয় তুলে ধরেন না, বরং পণ্যের পিছনের গল্প ও সংস্কৃতিও জানিয়ে দেন।

আন্তঃসীমান্ত ই-কমার্স আফ্রিকার বৈশিষ্ট্যময় পণ্যকে চীনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি চীনা পণ্যকে আফ্রিকায় প্রবেশ করার জন্য নতুন সুযোগ করে দেয়।

ছোট কমলা আন্তঃসীমান্ত প্রযুক্তি কোং লিমিটেডের নির্মাণ ও পরিচালনায় হুনান ‘বিপণন ক্রয়+আন্তঃসীমান্ত ই-কমার্স’ নতুন শিল্পপার্ক বৈদেশিক বাণিজ্যের দু’টো নতুন ব্যবসা ফর্ম সংযুক্ত করেছে এবং এর মধ্য দিয়ে দ্বিমুখী ক্ষমতায়ন বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত শিল্পপার্কে ৬০টির বেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত বছর পার্কের আমদানি-রপ্তানির পরিমাণ ১০ কোটি ইউয়ান অতিক্রম করেছে।

ছোট কমলা আন্তঃসীমান্ত প্রযুক্তি কোং লিমিটেডের মহাব্যবস্থাপক ওয়াং হাইপেং বলেন, গত দুয়েক বছরে আফ্রিকার অবকাঠামো নির্মাণ খাতে অগ্রগতি অর্জিত হয়েছে। আন্তঃসীমান্ত ই-কমার্স চীন-আফ্রিকা বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে এসেছে। চীন-আফ্রিকা ই-কমার্স সহযোগিতার শক্তিশালী প্রাণশক্তি ও সুন্দর ভবিষ্যত আছে। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠা চীন ও আফ্রিকার মধ্যে আরও বিশাল বৈশ্বিক বাজার খুলে লেনদেনের ম্যাচিং ফাংশন বাস্তবায়নে সহায়ক হবে। (প্রেমা/রহমান)