রোববারের আলাপন- হাং চৌ এশিয়ান গেমসের প্রথম দফা টিকিট সব বিক্রি হয়
2023-07-16 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ এবং আকাশ।


বন্ধুরা, বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিদল ১ থেকে ৭ জুলাই পর্যন্ত চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেছেন। আমরা আজ থেকে এবারের সফরের কিছু তথ আপনাদের সাথে শেয়ার করব, কেমন? 


গত ২ জুলাই বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিদল সিনচিয়াংয়ের বিখ্যাত দর্শনীয় স্থান ফু খাং শহরের থিয়ান ছি হ্রদ ভ্রমণ করেন। থিয়ান ছি হ্রদের আকর্ষণীয় দৃশ্য সবাইকে অভিভূত করে। বাংলাদেশের জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কমের উপ-সম্পাদক জনাব হারুন অর রশিদ বলেন, ‘প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মানুষের চেষ্টা মিলিয়ে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।’ তিনি বলেন, থিয়ান ছি হ্রদের পরিবেশ সুরক্ষার ব্যবস্থা তাঁকে দারুণভাবে মুগ্ধ করেছে।


থিয়ান ছি হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯২৮ মিটার উঁচুতে অবস্থিত। হ্রদের আয়তন ৪.৯ বর্গকিলোমিটার এবং হ্রদের গভীরতম স্থানটি ১০৫ মিটার। ১৯৮২ সালে থিয়ান ছি হ্রদ দেশের প্রথম দফা জাতীয় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের অন্তর্ভুক্ত হয়।


শরত ভাই, আপনি সিনচিয়াংয়ে গিয়েছেন? 

তৌহিদ:আমি সিনচিয়াংয়ে যাই নি। তবে আমি বিভিন্ন ধরনের গণমাধ্যম থেকে সিনচিয়াংয়ের অনেক তথ দেখেছি। 


আচ্ছা। বন্ধুরা, জুলাই মাস সিনচিয়াংয়ের সবচেয়ে ভাল মৌসুম। অনেক ফল সংগ্রহ করা হয়। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। যার আয়তন হচ্ছে ১৬ লাখ বর্গকিলোমিটারেরও বেশি। যা চীনের ছয় ভাগের এক ভাগ। এটি ‘চীনের  ৫টি সংখ্যালঘু অধিবাসীদের এলাকা”। উইগুর জাতির জনসংখ্যা প্রায় ১.২ কোটি। সিনচিয়াংয়ের মোট জনসংখ্যা হচ্ছে ২.৫ কোটি। কাজাখ, মঙ্গোলীয়ান সহ আরো কয়েকটি সংখ্যালঘু জাতির মানুষ রয়েছে সিনচিয়াংয়ে। সিনচিয়াংয়ে আয়তন অনেক বড়। চীনে একটি কথা রয়েছে, ‘ সিনচিয়াংয়ে না আসলে, চীন কত বড়- তা বুঝতে পারবেন না; সিনচিয়াংয়ে না আসলে, চীনের সৌন্দর্য বুঝতে পারবেন না।’ অর্থনৈতিক উন্নয়নের খাতে, গত বছর সিনচিয়াংয়ের জিডিপি ছিল ১.৭ ট্রিলিয়ন ইউয়ান, পাশাপাশি, দেশের গড় উন্নয়নের গতির চেয়ে সিনচিয়াংয়ের অর্থনৈতিক উন্নতির গতি বেশি। অর্থনৈতিক উন্নয়নের খাতে সিনচিয়াং এখন একটি সুষ্ঠু সময়ে রয়েছে।শরত ভাই, তাহলে সিনচিয়াং সম্পর্কে আপনি কি কি বলতে চান?

তৌহিদ:..

সংগীত


বন্ধুরা, হাং চৌ ১৯তম এশিয়ান গেমস টিকিট বিক্রি বিষয়ক official websiteতে ৮ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হাওয়ার পর থেকে, এ পর্যন্ত প্রথম দফার ১১৩.৭ হাজারটি  টিকিট ইতোমধ্যে সব শেষ হয়েছে। এসব টিকিট মোট ১২টি eventর অন্তর্ভক্ত হয়।


উল্লেখ্য যে এবারের এশিয়ান গেমসের টিকিটের দাম ২০ ইউয়ান থেকে ১০০০ ইউয়ান পর্যন্ত , মানে ৩০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত থাকে। এর মধ্যে টিকিটগুলির গড় দাম ১৬০ ইউয়ানের নিচে থাকে। 


শরত ভাই, ৩০০ টাকা , মানে প্রায় একটি বানিরানির দাম, আমরা অবশ্যাই একটি এশিয়ান গেমসের প্রতিযোগিতা উপভোগ করব, তাই না? সস্তা দামে মানুষ আরো বেশি সহজে এশিয়ান গেমস উপভোগ করতে পারবেন। এখাতে আপনার মতামত কি?

তৌহিদ:...

শরত ভাই, এ ধরনের বড় আকাড়ের গেমসের আয়োজনের একটি গুরুত্বপুর্ন লক্ষ্য হচ্ছে গণশরীরচর্চাকে এগিয়ে নেয়া। এ খাতে আপনার নিজের চীনের অভিজ্ঞতা আমাদের কিছু বলতে পারবেন কি?

তৌহিদ:....


 (আকাশ/তৌহিদ)