এশিয়ান গেমস ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য
2023-07-15 17:47:16

জুলাই ১৫: ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাং চৌ ও নিং পোসহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে হবে ১৯তম এশিয়ান গেমস। এশিয়ান গেমসকে স্বাগত জানানোর আনন্দময় আমেজে চীনের ঐতিহ্যিক সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করুন।

 

১. এশিয়ান গেমসের মাসকট জুং জুং ও লিন পিং রোলিং ল্যাম্প।

লিন পিং রোলিং ল্যাম্প ক্রীড়া, মার্শাল আর্ট ও নৃত্যের সমন্বয়ে একটি লোকশিল্প।

২. পাম ফাইবার বয়ন দ্বারা তৈরি এশিয়ান গেমসের মাসকট

৩. আখরোটের উপর খোদাই করা এশিয়ান গেমসের মাসকট

৪. জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার ছিয়ান কাও চাও এশিয়ান গেমসের থিম পাথরে খোদাই করছেন

৫. অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার লি পো হাই-এর তৈরি অশ্বারোহী থিমের লোহার পেইন্টিং

৬. কাগজ কাটা শিল্পকর্ম ‘সুন্দর হাংচৌ ও সবুজ এশিয়ান গেমস’

৭. ডিমের ওপর এশিয়ান গেমসের থিম খোদাই