আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের একটি গণমাধ্যম প্রতিনিধিদল ১ থেকে ৭ জুলাই পর্যন্ত চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করে। তারা সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে, স্থানীয় সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পর্যন্ত, অনেককিছুই নিজেদের চোখে দেখেছেন। আজকের অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের আরটিভি চ্যানেলের সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের নির্বাহী প্রযোজক বেলায়েত হোসেইন। তিনি বলেছেন, সিনচিয়াংয়ের স্থানীয় পর্যটন উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের কাজ তার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে। চলুন কথা বলি তাঁর সঙ্গে।