জুলাই ১২: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পর্যটকদের ভিড় বেড়েছে। ২ জুলাই ঈদ-উল-আজহার পাঁচ দিনব্যাপী ছুটির শেষ দিনেও সেখানে পর্যটকদের কমতি ছিল না। বিশেষ করে সারা বিশ্ব থেকে আসা পর্যটকরা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত থিয়ানশান থিয়ানছি প্রাকৃতিক অঞ্চলে ভিড় জমায়।
এবার থিয়ানশান থিয়ানচি সিনিক এলাকা গ্রুপ পর্যটকদের পার্কে দ্রুত প্রবেশের সুবিধার্থে একটি সবুজ চ্যানেল খুলে দেয়। নিজেদের গাড়ি নিয়ে আসা পর্যটকদের সুবিধার্থে স্বতন্ত্র পার্কিং স্পেস তৈরি করা হয়। এ ছাড়াও, দর্শনীয় স্থানটিতে পর্যটকদের বিভিন্ন পরিষেবা দিতে অতিরিক্ত ৬০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য ৫০টি শাটল বাসও রাস্তায় চলাচল করে।
ঈদ-উল-আজহার ছুটির সময়, সিনচিয়াং-এর বিভিন্ন মনোরম স্পটে ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রম চলে। পর্যটকরা এসব অনুষ্ঠান উপভোগ করেন। (ইয়াং/আলিম/ছাই)