ফিনিক্স লেজেন্ড
2023-07-12 13:58:31

‘ফিনিক্স লেজেন্ড’ চীনের মূল-ভূখণ্ডের পপ ও রক সঙ্গীত গ্রুপ, যেটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই সঙ্গীত গ্রুপ ওয়েই ইয়াং লিংহুয়া এবং জেং ইকে নিয়ে গড়ে ওঠে। ২০০৪ সালে সঙ্গীত গ্রুপটি আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করে। ২০০৫ সালে গ্রুপটি তার প্রথম অ্যালবাম ‘চাঁদের উপরে’ প্রকাশ করে। এই অ্যালবামে রয়েছে ‘তৃণভূমির সাথে আমার একটা চুক্তি আছে’ এবং (Hoh Xil) ‘হোহ জিল’সহ মোট ১৩টি গান।

বন্ধুরা, আপনারা যে ‘লোটাস পুকুরের উপর চাঁদের আলো’ গানটি শুনলেন, সেটি ‘ফিনিক্স লেজেন্ড’ সঙ্গীত গ্রুপের ২০১০ সালে প্রকাশিত ‘আমি তৃণভূমি থেকে এসেছি’ নামক অ্যালবাম থেকে নেওয়া। অ্যালবামে ম্যান্ডারিন ও মঙ্গোলীয় দু’টো ভাষার ১২টি গান আছে। অ্যালবাম তৈরি করতে তাদের তিন বছর লাগে। অ্যালবামটির প্রধান গায়িকা  লিংহুয়াকে নিয়ে বিশেষ প্রত্যাশা ছিল এবং এর মধ্য প্রথমবারের মতো লোকগানের কভার সংস্করণ স্টাইলের শিল্প-কর্মের স্থলাভিষিক্ত হয় ‘জাতীয়, ক্লাসিক্যাল ও পপ’ নতুন সৃজনশীল ধারা। এতে বিভিন্ন ধরনের জাতীয় সঙ্গীতের বিন্যাসের মধ্য দিয়ে আঞ্চলিক রঙে সমৃদ্ধ পরিবেশ তৈরি করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক, রক, ফোক, হিপ হপ ও র‌্যাপসহ বিভিন্ন উপাদানও যোগ করে তাদের বৈশিষ্ট্যময় ফিউশন মিউজিক তৈরি করা হয়। বন্ধুরা, এখন আমি অ্যালবামের শিরোনামের গান ‘আমি তৃণভূমি থেকে এসেছি’ আপনাদের শোনাই, কেমন? এর পরই শোনাব অ্যালবামের আরেকটি গান ‘নীল আকাশ’। ‘নীল আকাশ’ গানটিতে র‍্যাপ ও আর অ্যান্ড বি উপাদান ব্যবহার করা হয়েছে। এছাড়া অ্যালবামের একমাত্র পরিবেশ-সংরক্ষণমুখী গানে সবুজ প্রকৃতিবাদ প্রতিফলিত হয়েছে। 

 

‘সেরা সময়’ হলো ২০০৪ সালে ‘ফিনিক্স লেজেন্ড’ শোবিজ জগতে প্রবেশ করার পর ষষ্ঠ তার অ্যালবাম। অ্যালবামের সঙ্গীত ধারণা হলো ‘জাতিতে শিকড় প্রোথিত, গণমানুষের জন্য গান’। আগের স্টাইল আপগ্রেড করা ছাড়াও তারা ইলেকট্রনিক সঙ্গীত, শহরের ও জাতিগত বৈশিষ্ট, নতুন শতাব্দী ইত্যাদির মতো উপাদান যুক্ত করার চেষ্টা করেছেন। ‘যখন খুশি, তখন হাত তালি দাও’ অ্যালবামটির দ্বিতীয় প্রধান গান। এটা সঙ্গীত গ্রুপটির প্রথম পুরোপুরি উষ্ণতা ও  সংবেদনশীলতাভরা গান।

‘চীন, আমি তোমাকে ভালোবাসি’ - ‘ফিনিক্স লেজেন্ড’-এর ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি তাদের ‘কুলস্ট এথনিক’ অ্যালবামে অন্তর্ভূক্ত করা হয়। এটা চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে রচিত একটি উদযাপনী গান। গানটিতে ৫৬টি জাতিগোষ্ঠি মিলে একটি পরিবারের মতো হওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। 

 

 (প্রেমা/রহমান)