সহজ চীনা ভাষা---গম কাটা দেখা
2023-07-11 10:43:44

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘গম কাটা দেখা’, এর চীনা ভাষা হল ‘观刈麦’। বন্ধুরা, এখন এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল প্রাচীনকালে চীনের বিখ্যাত কবি পাই চু ই রচিত একটি কবিতা, তাকে ‘কবিতার রাজা’ বলা হতো। পাই চু ই’র কবিতার বিষয়বস্তু ছিল বৈচিত্র্যময়। কৃষি, রাজনীতি, বাণিজ্য, সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে তার কবিতা দেশ ও সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছে। আর তার কবিতার ভাষা বেশ সহজ ও জীবন-ঘনিষ্ঠ। এজন্য তার কবিতা সাধারণ মানুষের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তিনি কয়েকজন কবিকে নিয়ে কবিতা সংস্কার আন্দোলন চালু করেন, যা পরবর্তীতে চীনা কবিতা উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।

আজকের পাঠ হল, পাই চু ই’র গ্রামাঞ্চলে পরিদর্শনের সময় লেখা একটি কবিতা। তিনি দেখেছেন কৃষকরা সারা বছর ব্যস্ত থাকে, বিশেষ করে মে মাসে। গম সংগ্রহ করা ও ধান চাষ করার জন্য ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সব মানুষ জমিতে কৃষিকাজ করে। পরিশ্রমের সঙ্গে কাজ করলেও তাদের অনেক আয়কর দিতে হয়; যা তাদের দরিদ্র ও কষ্টকর জীবন কাটাতে বাধ্য হয়। এটা দেখে তিনি ভাবেন, তাদের তুলনায় তিনি নিজে বেশি কাজ করেন না, তবে এত বেশি আয় করেন যে বছর শেষে অনেক খাদ্যশস্য বাকি থেকে যায়। এজন্য তিনি লজ্জিত বোধ করেন। কবি কৃষকদের ব্যস্ত চাষের দৃশ্য লেখার মাধ্যমে সরকারের কঠোর করনীতির সমালোচনা করেন এবং কৃষকদের প্রতি গভীর সহানুভূতি জানান।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

小麦 xiǎo mài গম 收割小麦 shōu gē xiǎo mài গম কাটা  种小麦 zhòng xiǎo mài গম চাষ করা  麦田 mài  tián  গমের জমি

农事 nóng shì কৃষিকাজ 农忙nóng máng কৃষিকাজের ব্যস্ত মৌসুম  农闲 nóng xián কৃষিকাজের অবসর মৌসুম  五月正是农忙时节wǔ yuè zhèng shì nóng máng shí jié মে মাস ঠিকই কৃষিকাজের ব্যস্ত মৌসুম

辛苦 xīn kǔ  কঠোর/কষ্টকর  辛苦地工作 xīn kǔde gōng zuò  কঠোরভাবে কাজ করা 他的工作很辛苦 tā de gōng zuò hěn xīn kǔ তার কাজ খুব কষ্টকর 他过得很辛苦tā guò dé hěn xīn kǔ সে কঠোর জীবন কাটায়  您辛苦了! nín xīn kǔ le আপনি কঠোর পরিশ্রম করেছেন!

惭愧 cán kuì লজ্জিত 他感到十分惭愧 tā shí   fēn cán kuì সে খুব লজ্জিত বোধ করে  听到他的赞扬我很惭愧 tīng dào tā de zàn yang wǒ hěn cán  kuì তার প্রশংসা শুনে আমি লজ্জিত