আফ্রিকান জনগণকে স্বাস্থ্যসেবা দিচ্ছে চিয়াংসি প্রদেশ
2023-07-10 13:01:23

গত ২০ মে চিয়াংসি প্রদেশের স্বাস্থ্য কমিশনের তৃতীয় দফা চীন (চিয়াংসি) সাহায্য চাদ ‘উজ্জ্বল অ্যাকশন’ মেডিকেল টিম আফ্রিকার ছানি রোগীদের জন্য উজ্জ্বলতা নিয়ে এসেছে। সাত দিনে ওই মেডিকেল টিম ২৬০টি অতিরিক্ত শল্য চিকিৎসা সম্পন্ন করার মধ্য দিয়ে মোট ৩০২টি বাধ্যতামূলক ছানি অপারেশন সম্পন্ন করে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

১৯৭৩ সালের ১ জুলাই চীনের চিয়াংসি প্রদেশ তিউনিসিয়ার চিকিৎসা-দায়িত্ব গ্রহণ করে। এরপর প্রথম দফা চিকিত্সাদল প্রতিষ্ঠা করে এবং আফ্রিকান দেশটিতে চিকিত্সা সহায়তা দিতে যায়। পরের ৫০ বছরে চিয়াংসি তিউনিসিয়ায় মোট ৪৫ দফা চিকিত্সাদল পাঠিয়েছে। এসব চিকিৎসা মিশনের মাধ্যমে চিকিত্সাদলের ১ হাজার ৪৬৮ জন সদস্য তিউনিসিয়ায় ৭৮ লাখ পার্সন-টাইমস চিকিত্সা সেবা প্রদান করেছে। চীনের এ সহযোগিতা আফ্রিকান দেশটির প্রযুক্তিগত শূন্যস্থান পূরণ করেছে এবং স্থানীয় সরকার ও জনগণের উচ্চ প্রশংসা অর্জন করেছে। এটা চীনের সাধারণ কূটনৈতিক কৌশল এবং ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগকে কার্যকর করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে।

 

চীন-চাদ শিশুচিকিত্সা প্রতিপক্ষ সহযোগিতা ব্যবস্থা হলো ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে চীন উত্থাপিত “৩০টি চীন-আফ্রিকা প্রতিপক্ষ হাসপাতাল সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠার” গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ব্যবস্থা।

এ ব্যবস্থার আওতায় চিয়াংসি প্রদেশ ২০ লাখ ইউয়ানের শিশুচিকিত্সা যন্ত্র দেওয়ার পাশাপাশি ২জন শিশুচিকিত্সা বিশেষজ্ঞকে চাদে পাঠিয়ে ৫টি নতুন প্রযুক্তি শিখানো এবং হাসপাতালগুলোকে ৬টি নিয়ম ও প্রবিধান প্রণয়ণে সাহায্য করেছে। হাডওয়্যার ও সফ্টওয়্যার - দু’টো দিকেই চাদে শিশু রোগনির্ণয় ও চিকিত্সার মান উন্নত করতে সহায়তা দিয়েছে চিয়াংসি। ফলে দেশটিতে নবজাতক মৃত্যুর হার কমেছে। চিয়াংসির সাহায্যে চাদে প্রথম প্যাথলজি বিভাগ গড়ে ওঠে। এটা এখনও দেশটির একমাত্র প্যাথলজিকাল রোগ নির্ণয়কারী বিভাগ এবং দেশটিতে ফরসি হাসপাতালের সহযোগিতা আকৃষ্ট করে।

 

এছাড়া চিয়াংসি তিউনিসিয়ায় আফ্রিকার একমাত্র ফরাসী ভাষায় শিক্ষাদানকারী চীনা আকুপাংচার সেন্টার প্রতিষ্ঠা করেছে। ১২ দফার প্রশিক্ষণে প্রায় ১৮০ ব্যক্তি অংশ নিয়েছে। স্থানীয় একটি “নিয়ে না যাওয়া আকুপাংচার চিকিত্সাদল” লালন করেছে। এখান থেকে পরিশিক্ষণগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকে স্বাধীনভাবে চিকিত্সাসেবা দিতে পারছেন এবং নিজেদের আকুপাংচার ক্লিনিক খুলেছেন। একই সময় চিয়াংসি তিউনিসিয়ার ৪০জনেরও বেশি স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে বিনিময় কর্মসূচি করেছে এবং স্থানীয় চিকিৎসকদের উচ্চতর শিক্ষা ও একাডেমিক সম্মেলন করতে আমন্ত্রণ জানিয়ে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধ ব্যবস্থার ধারণা দেওয়ার মাধ্যমে চিয়াংসি’র ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধ ব্যবস্থাকে বিদেশে নেওয়ার দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

চিয়াংসি’র এসব ‘ছোট কিন্তু সুন্দর’ সহযোগিতামূলক প্রকল্প চীনা ভাবমূর্তি প্রদর্শন করার পাশাপাশি চিয়াংসি ব্র্যান্ড তৈরি করেছে এবং চীন-আফ্রিকা মৈত্রী জোরদার করেছে। ফলে চাদের জনগণ অধিকতরভাবে চীনের অগ্রণী চিকিত্সা ধারণা ও প্রযুক্তির কল্যাণ ভোগ করতে পারছে। চিয়াংসি প্রদেশের বিদেশি সাহায্যপুষ্ট চিকিৎসাকর্মীরা উত্কৃষ্ট সাদা জামা পরা শ্বেত কূটনীতিক, চীনের ভাবমূর্তির রাষ্ট্রদূত এবং ‘এক অঞ্চল এক পথ’ অনুশীলনকারী হিসেবে মানবজাতির অভিন্ন স্বাস্থ্য-সমাজে আরও বড় অবদান রাখার চেষ্টা চালাবেন। (প্রেমা/রহমান)