ইন্টারনেটে ‘নতুন সিল্করোডে’ পরিণত হয়েছে সি’আন-ভিত্তিক আন্তঃসীমান্ত ই-কমার্স
2023-07-10 12:58:58

প্রাচীন সিল্করোডের সূচনাস্থল - চীনের শানসি প্রদেশের সি’আন শহরে অধ্যয়নরত জিম্বাবুয়ের নাগরিক অ্যাশলি প্রতিদিনই সি’আনের ছানবা আন্তঃসীমান্ত ই-কমার্স প্রশিক্ষণ কেন্দ্রে আসেন লাইভস্ট্রিমিং করতে। প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করেন অ্যাশলি; মাঝখানে শুধু ২০ মিনিট বিশ্রাম নেন। যদিও ইন্টার্নশীপ কাজ কিছুটা শ্রমসাধ্য, তবে প্রতিকূলতার মধ্যেও তিনি সন্তুষ্ট থাকেন।

 

তিনি বলেন, “আমার কিছু কৌশল আছে। আমি জানি, কীভাবে মানুষের সঙ্গে আদান-প্রদান ও যোগাযোগের মাধ্যমে ধারাবাহিকভাবে আমার লাইভে তাদেরকে আকৃষ্ট করা যায়।”

অ্যাশলি আরও জানান, বর্তমানে তারা আরও বেশি করে নারীদের জুতা বিক্রি করছেন। এছাড়া স্নিকার ও স্যান্ডেলসহ বিভিন্ন রকমের জুতাও বিক্রি করেন তারা। তাদের অধিকাংশ ক্রেতা ব্রিটেনে বসবাসকারী। দিনে তারা ২০ জোড়ার বেশি জুতা বিক্রি করতে পারেন।

 

গত ২০২০ সালের নভেম্বরে ছানবা ইকোরিজিয়ন চীন (সি’আন) আন্তঃসীমান্ত ই-কমার্সের ব্যাপক পরীক্ষামূলক অঞ্চলটি উদ্ভাবনের দৃষ্টান্তমূলক অগ্রগামী অঞ্চল হিসেবে অনুমোদিত হয়। অ্যাশলি যে কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন, সেটি চলতি বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

 

ছানবা ইকোরিজিয়নের বাণিজ্য ব্যুরোর কর্মী ইয়াও সিন ব্যাখ্যা করে বলেন, বর্তমানে ‘প্ল্যাটফর্ম+স্বাধীন স্টেশন’ আন্তঃসীমান্ত ই-কমার্সে জনপ্রিয় অপারেটিং পদ্ধতিতে পরিণত হয়েছে এবং অনেক লাইভ কমার্স বিদেশি বাজারের দিকে ঝুঁকছে।

 

ইয়াও সিন জানান, চীনে উৎপাদিত পণ্যের গুণগতমান সুনিশ্চিত এবং এগুলোর দামের ক্ষেত্রে সুবিধা রয়েছে। এছাড়া কিছু কিছু দেশে বিদেশি পণ্যের ওয়্যারহাউজ প্রতিষ্ঠিত হয়েছে এবং লজিস্টিকস সুযোগ-সুবিধাও রয়েছে। ফলে কোনও কোনও দেশ ও অঞ্চলের নেটিজেনরা চীনা নেটিজেনদের মতোই কেনাকাটা অভিজ্ঞতা অর্জন করেন। বিদেশমুখী লাইভ কমার্সের কারণে আন্তঃসীমান্ত ই-কমার্সে লেনদেনের পরিমাণ দ্রুতগতিতে বেড়েছে।

 

পরীক্ষামূলক এলাকার অধীনস্থ ৭টি উদ্ভাবনের দৃষ্টান্তমূলক অগ্রগামী অঞ্চল ‘বিদেশ যাওয়া’র প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা করার পাশাপাশি নিজেদের বিশেষত্বকে লালন করছে। যেমন সি’আন আন্তর্জাতিক লজিস্টিক ও বাণিজ্য পার্ক ২০২২ সালে চীন-ইউরোপ মালবাহী ট্রেন ‘ছাংআন’-এর প্রায় ২০টি আন্তর্জাতিক পরিবহন লাইনের মাধ্যমে ৩৫০ কোটি ইউয়ানের আন্তঃসীমান্ত ই-কমার্স লেনদেন সম্পন্ন করেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালের শেষ নাগাদ সি’আন শহরে আন্তঃসীমান্ত ই-কমার্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮শ ছাড়িয়ে গেছে এবং আন্তঃসীমান্ত ই-কমার্স লেনদেনের পরিমাণ ১ হাজার ৪৪২ কোটি ৭০ লাখ ইউয়ান অতিক্রম করেছে। আন্তঃসীমান্ত ই-কমার্স লেনদেনের এই অঙ্ক ২০২১ সালের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৪২ শতাংশ বেশি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন প্রকাশিত তথ্যে দেখা যায়, চীনের আন্তঃসীমান্ত ই-কমার্সের মাধ্যমে আমদানি-রপ্তানির পরিমাণ ২০২২ সালে প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করে।

 

সি’আন ছানবা আন্তঃসীমান্ত ই-কমার্সের লাইভ-কর্মাস কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি চৌ চিয়ে’র অনুমান, আগামী ৫ বছরে চীনের ই-কমার্স খাতে মেধাবী কর্মীর ঘাটতি হবে ৯৮ লাখ ৫০ হাজার। তাদের লক্ষ্য পশ্চিম চীনের আন্তঃসীমান্ত ই-কমার্সে কর্মীদের প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এবং চীনের পশ্চিমাঞ্চলে বৃহত্তম আন্তঃসীমান্ত ই-কমার্স অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করা।

 

অ্যাশলির স্নাতক সম্পন্ন হবে শিগগির। তিনি চীনে থেকে দেশে ফিরে একজন সত্যিকারের আন্তঃসীমান্ত ই-কমার্সের লাইভ-কর্মাস অ্যাঙ্কর হবেন। বর্তমানে সি’আনের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত অ্যাশলির মতো অনেক তরুণ-তরুণী আন্তঃসীমান্ত ই-কমার্স প্রশিক্ষণে অংশ নিতে শুরু করেছেন।

 

চলিত বছরের প্রথম প্রান্তিকে সি’আন শহরের আন্তঃসীমান্ত ই-কমার্সে লেনদেনের পরিমাণ ছিল ৩৩১ কোটি ৭০ লাখ ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩.৪ শতাংশ বেশি। দুই হাজার বছরেরও বেশি আগে জাং ছিয়ান ছাংআন থেকে সিল্করোড ভ্রমণ শুরু করেছিলেন। বর্তমানে ইন্টেরনেটে ‘নতুন সিল্করোড’ একই ভূমিতে অব্যাহতভাবে বহির্বিশ্বের দিকে বিস্তৃত হয়েছে। (প্রেমা/রহমান)