'জিজ্ঞাসা'
2023-07-09 18:42:04

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিন ই লিয়ান’র কন্ঠে ‘’ শীর্ষক গান। পরের গানের নাম 'জিজ্ঞাসা'। এটি আমার প্রিয় গানগুলোর অন্যতম। এ গানের মাধ্যমে প্রেমে পড়া এক নারীর মনের দুঃখ এবং পুরুষের জন্য অপেক্ষার কথা বর্ণনা করা হয়েছে। গানের সুর দারুণ সুন্দর। চলুন একসাথে গানটি শুনি আমরা।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিন ই লিয়ান’র কন্ঠে ‘জিজ্ঞাসা’ শীর্ষক গান। এখন আপনারা যে গানটি শুনবেন সেই গানের নাম 'রাত অনেক অন্ধকার'। গানের কথা মোটামুটি এমন: দিনের আলো বিদায় হলে রাতের অন্ধকার ধীরে ধীরে চলে আসে/এ বিশ্বে তোমার পছন্দ অন্ধকার/বহুবর্ণ বাতিতে মানুষের ছায়া ভূতের মতো দেখায়/এ শহরের অন্ধকারের দৃশ্য দারুণ সুন্দর/ কেউ মদ খেয়ে মাতাল হয়েছে, তা বড় ব্যাপার নয়/অন্ধকার রাত হলেও চোখের অশ্রু গোপন করা যায় না/অন্ধকার রাত কাকে সান্ত্বনা দেয়...?।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিন ই লিয়ান’র কন্ঠে ‘রাত অনেক অন্ধকার’ শীর্ষক গান। এখন আমরা তাঁর কন্ঠে আরেকটি সুন্দর গান শোনাবো আপনাদের। গানের নাম 'আনন্দময় রাস্তা'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিন ই লিয়ান’র কন্ঠে ‘আনন্দময় রাস্তা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে রক কন্ঠশিল্পী চেন জুনের কন্ঠে একটি গান শোনাবো। তাঁর জন্মস্থান সি আন। প্রাচীনকালে সি আন ছিল চীনের রাজধানী এবং তখন এর নাম ছিল ছাং আন। আজও সি আন শহরে দেখা যায় হাজার বছর আগেকার স্থাপত্যকর্ম। তার জন্মস্থানকে নিয়ে লেখা 'ছাং আন, ওহ, ছাং আন' নামের একটি গান রয়েছে। এখন আমরা তার গানের মাধ্যমে হাজার বছর আগে ফিরে যাবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চেন জুনের কন্ঠে ‘ছাং আন, ওহ, ছাং আন’ শীর্ষক গান। আজকের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই 'আমি তোমার জন্য সুখী' শীর্ষক একটি গান। একজন রক কন্ঠশিল্পী হিসেবে চেন জুনের অনেক গানই সুন্দর ও শ্রুতিমধুর।  তবে এই গানটি সরল ও আনন্দে ভরা। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)