তোমাকে বুঝি
2023-07-08 15:29:14

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে 'সময়ের গল্প' নামের গান শোনাবো; গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী লুও দা ইয়ৌ। তিনি ১৯৫৪ সালের ২০ জুলাই চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গীতিকার, কন্ঠশিল্পী, সংগীতজ্ঞ ও লেখক। ১৯৭২ সালে তিনি ছিলেন একটি শিক্ষার্থী ব্যান্ডের কিবোর্ড প্লেয়ার। ১৯৭৪ সালে তিনি প্রথম সংগীত রচনা করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সময়ের গল্প' নামের গান শোনাবো। গানটি ১৯৮১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন লুও দা ইয়ৌ’র কন্ঠে ‘সময়ের গল্প’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি শুয়াং চিয়াংয়ের কন্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৩৯ সালের ১০ মার্চ হেইলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সংগীতজ্ঞ ও জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা। ১৯৬৩ সালে তিনি সিনচিয়াং নাচ ও গান গ্রুপের সদস্য হিসেবে ভিয়েতনাম সফর করেন। ১৯৭২ সালে তিনি কয়েকটি গান গাওয়ার মাধ্যমে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'জাহাজের গান' শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন লি শুয়াং চিয়াংয়ের কন্ঠে 'জাহাজের গান'। এখন আমি আপনাদেরকে মান ওয়েন জুনের কন্ঠে 'তোমাকে বুঝি' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৬৯ সালের ২২ এপ্রিল বেইজিংয়ের ফিংকু এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি বেইজিংয়ের কৃষক কন্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি সিসিটিভি'র জাতীয় যুব কন্ঠশিল্পী প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। ২০১৫ সালে তিনি অষ্টাদশ অ্যালবাম প্রকাশ করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'তোমাকে বুঝি' নামের গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন মান ওয়েন জুনের কন্ঠে 'তোমাকে বুঝি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যু সং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৬ সালের ১৪ মে আনহুই প্রদেশের হে ফেই শহরে জন্মগ্রহণ করেন। ২০০৬ সাল থেকে ওয়েবসাইটে সংগীত প্রকাশ শুরু করেন। ২০০৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'যদি তখন' নামের গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। স্যু সং গানের কথা ও সুর রচনা করেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে 'যদি তখন' শীর্ষক গান। ২০১০ সালের ৬ জানুয়ারি তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। সে-বছর তাঁর নিজের রচিত সংগীত টেনসেন্ট বার্ষিক শ্রেষ্ঠ দশ সংগীত নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ ও ২০১৬ সালে তিনি পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিংমিং উত্সবে বৃষ্টি' শীর্ষক গান শোনাবো। তিনি গানটির সুর করেন এবং কথাও লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি কন্ঠশিল্পী ফিং আনের কন্ঠে 'একটি লাবণ্যময় গোলাপী ফুল' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ৯ নভেম্বর শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১২ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 'একটি লাবণ্যময় গোলাপী ফুল' শীর্ষক গান হল কাজাখ জাতির একটি লোকসংগীত। আশা করি, আপনারা ফিং আনের কন্ঠে গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

(মুক্তা/আলিম)