বিভিন্ন খাতে এটি ফুলের ‘ভ্রমণ’
2023-07-07 19:31:09

গ্রাম ও ক্ষেত বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্যের জন্মস্থান এবং ভূমি মানুষের ভালোবাসা বহন করে। এর মধ্যে পিওনি খুব বিশেষ ধরনের উদ্ভিদ। পিওনি ফুল চীনা সংস্কৃতিতে সম্পত্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। চীনে এর কয়েক হাজার বছরের ইতিহাস আছে। আজ আপনাদের নিয়ে চীনের শানতুং প্রদেশের হ্য চ্য শহরে যাবো, দেখি সেখানে পিওনি চাষের মাধ্যমে কিভাবে কৃষকের আয় বাড়ানো হয়েছে।

 

২০১৩ সালের ২৬ নভেম্বর, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হ্য চ্য শহর পরিদর্শন করেন। তিনি স্থানীয় পিওনি শিল্প বাগানে গিয়ে সেখানে পিওনি শিল্প উন্নয়ন, পিওনি সংশ্লিষ্ট পণ্য উত্পাদন এবং কৃষকের আয় বৃদ্ধিসহ বিভিন্ন অবস্থার খোঁজখবর নেন। সি চিন পিং তখন বলেছিলেন, একটি জায়গা উন্নত হতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভালো পথ খুঁজে বের করা। নিজের বৈশিষ্ট্যের ভিত্তিতে উন্নত করা।

 

সাম্প্রতিক বছরগুলোতে হ্য চ্য শহরের পিওনি শিল্পের নিজস্ব সুবিধা এবং শিল্পের ভিত্তিতে তা সমৃদ্ধভাবে উন্নত হচ্ছে, পিওনি ইতোমধ্যে স্থানীয় ফুলচাষীর ধনী হবার ‘সোনালি চাবিতে’ পরিণত হয়েছে।