চীনা গায়িকা হুয়াং লি লিং
2023-07-06 14:21:25


আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম হুয়াং লি লিং বা আলিন। তিনি তার মুগ্ধকর প্রেমের গান ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। তিনি চীনের সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড--গোল্ডেন সুর অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারও পেয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন আলিনের একটি সুন্দর গান ‘ঘনিষ্ঠ বন্ধু’।গান ১

 

আলিন ১৯৮৩ সালে তাইওয়ানের তাইতোং শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের সংখ্যালঘু জাতি আ মেই জাতির মানুষ। এই জাতি গান গাওয়ার জন্য পরিচিত। ছোট থেকে আলিনের গান গাওয়ার প্রতিভা দেখা যায়। মাত্র ১২ বছর বয়সে তিনি তার প্রথম গান রচনা করেন। ১৯৯৯ সালে তাইওয়ানে বড় ভূমিকম্প ঘটে। ১৬ বছর বয়সী আলিন দুর্যোগ এলাকায় স্বেচ্ছাসেবক কাজ করেন। শিশুরা গান শিখানোর সময় এক সংগীত প্রযোজক তাকে আবিষ্কার করেন। তার সুপারিশে আলিন সংগীত কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার গায়িকা হন।গান ২

 

অনেক বছর প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের পর ২০০৬ সালে আলিনের প্রথম অ্যালবাম ‘Lovelorn, Not Guilty’ মুক্তি পায়। অ্যালবামে তার গম্ভীর কণ্ঠ ও দুঃখময় প্রেমের গান খুব ভালো শোনা যায় এবং মানুষের মনে গভীর ছাপ ফেলে। গানগুলো মুক্তির পরেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নতুন গায়িকা মনোনীত হন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে আলিনের জনপ্রিয় গান ‘Lovelorn, Not Guilty’।গান ৩

 

২০০৮ সালে আলিন তার দ্বিতীয় অ্যালবাম ‘জন্ম গায়িকা’ প্রকাশ করেন। অ্যালবামে তিনি রক, ব্যালাড, পপ, চীনা বেশিষ্ট্যসহ অনেক ধরনের গান গেয়েছেন, নিজেই সুর ও গানের কথা রচনা করেছেন। এসব গানের মাধ্যমে তার কণ্ঠের আকর্ষণ সম্পূর্ণভাবে প্রদর্শিত হয়। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে আলিনের গাওয়া খুব সুন্দর একটি চীনা বৈশিষ্ট্যময় গান ‘চেরি ফুলের হ্রদ’। গানের কথা চীনের বিখ্যাত গীতিকার ফাং ওয়েন শান লিখেছেন, এতে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করার অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনুন।গান ৪

 

আলিন অনেক দুঃখময় প্রেমের গান গেয়েছেন। তিনি সবসময় প্রেমে মানুষের সবচেয়ে সুক্ষ্ম অনুভূতি গানের মাধ্যমে প্রকাশ করতে পারেন এবং লোকদের মনে একই অনুভূতি সৃষ্টি করতে পারেন। বন্ধুরা, এখন শুনুন আলিনের খুব জনপ্রিয় একটি প্রেমের গান ‘আমাকে ভুলে যাওয়ার একটি কারণ দাও’। প্রেমহীন হওয়ার পর মানুষ সবসময় আগের দুঃখের কথা ভুলে যেতে চায়, তবে ব্যর্থ হয়। এই গানে এমন অনুভূতি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৫

 

২০১৫ সালে আলিন চীনের জনপ্রিয় সংগীত টিভি অনুষ্ঠান ‘আমি গায়কে’ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলিন নতুন নতুন শৈলীর গান গাওয়ার চেষ্টা করেছেন। অনুষ্ঠানে তার অসাধারণ পারফরম্যান্স এবং প্রদর্শিত বিশাল সংগীতের সম্ভাবনা অনেক দর্শকের মন জয় করেছে, এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি আরো জনপ্রিয় হন। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে আলিনের গাওয়া তার খুব জনপ্রিয় একটি গান ‘এক ধরনের দুঃখ’।গান  ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়াং সিয়াও মিনের আরেকটি সুন্দর গান ‘সুখী হয়েছে, তারপর?’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেল করুন। আমার ইমেল ঠিকানা: chengmin@cri.com.cn ।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।