‘তুমি আছো’
2023-07-05 14:38:15

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ ছুয়ান সুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চৌ ছুয়ান সুং, তাঁর ইংরেজি নাম স্টিভেন চৌ। তাঁর ভক্তরা আদর করে তাকে ‘সিয়াও কাং’ বলে ডাকে। তিনি ১৯৬৯ সালের ৭ জুন চীনের তাইওয়ান প্রদেশের তাইচুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের পপ সংগীত মহলের বিখ্যাত গায়ক ও সুরকার।

 

১৯৮৭ সালে চৌ ছুয়ান সুং ‘বিশ্ববিদ্যালয়ের সংগীত রচনা প্রতিযোগিতায়’ অংশ নেন। এটি তাঁর অংশগ্রহণ করা প্রথম সংগীত-সম্পর্কিত প্রতিযোগিতা। এতে তিনি তেমন একটা সফলতা পান নি। ১৯৮৯ সালে চৌ ছুয়ান সুং ‘সিয়াও কাং’- নামে নিজের প্রথম গান ‘ধোঁয়া’ প্রকাশ করেন। এই গানটি তাঁর ‘নোবোডি’ অ্যালবামে রয়েছে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেন।

 

১৯৮৮ সালে, চৌ ছুয়াং সুং ‘তাইওয়ানের বিশ্ববিদ্যালয়ের কণ্ঠশিল্পী প্রতিযোগিতায়’ অংশ নেন। পরে তিনি সংগীত ব্যান্ড ‘লিটল টাইগারের’ প্রথম কিস্তির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে, পরে ব্যক্তিগত কারণে তিনি এই ব্যান্ডে যোগ দেন নি।

 

বন্ধুরা, এখন শুনুন চৌ ছুয়ান সুং-এর গান ‘তুমি আছো’। গানের কথায়  বলা হয়, মিস করি, তোমার যৌবনের সুন্দর হাসি। মিস করি, তোমার চোখের উজ্জ্বল তারা। মিস করি, তোমার পেছনের পথগুলি। তুমি আছো, সময়ের দীর্ঘ নদীতে। তুমি আছো, মনোমুগ্ধকর গানে। তুমি আছো, প্রতি বার তোমায় মিস করার উষ্ণ অনুভূতিতে। তুমি আছো, ঝলমল রোদের দিনে। তুমি আছো, আমার হৃদয়ের গভীরে। ভালোবাসা, পরস্পরকে ছেড়ে দেয় না। চুল কালো থেকে সাদা, মুহূর্তের মধ্যে সারা জীবন।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চৌ ছুয়ান সুং-এর গান ‘একাকী সীমান্ত’। গানের কথাগুলো এমন: আমাদের মধ্যে চোর ঢুকেছে। প্রেমের সব কিছু চুরি করে নিয়েছে। ভালোবাসা আমাদেরকে শুধু ক্ষতচিহ্ন রেখেছে। তুমি বলো, সিদ্ধান্ত ভুল হলে কোনো ব্যাপার না। আমার সব কিছু তুমি প্রত্যাখ্যান করো। আমি একাকী সীমান্তে এসেছি। প্রেম হারিয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চৌ ছুয়ান সুং-এর গান ‘ভুলে যাওয়া’। গানের কথাগুলো এমন: এত বেশি স্মৃতি আছে, তাহলে বেশি করে মদ খাও। এত বেশি লাগে একাই ভ্রমণ করো না। শেষ করতে না চাইলে নতুন প্রেম শুরু করো না। ভুলে যেতে চাইলে সব কিছু ছেড়ে দাও। প্রেম ভুলতে না পারলে, তাকে ভুলতে না পারলে, স্মৃতি কিভাবে ছেড়ে দেবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ ছুয়ান সুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)