চীনের বিদ্যুতচালিত গাড়ি উন্নয়নের দারুণ বৃদ্ধি
2023-07-05 16:05:49

গত ৩ জুলাই, চীনের দুই কোটি নম্বর বিদ্যুতচালিত গাড়ি কুয়াং চৌতে তৈরি করা হয়েছে। চীনের বিদ্যুত চালিত গাড়ি শিল্পের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এক কোটি বিদ্যুত-চালিত গাড়ি তৈরি করতে ১৫ বছর সময় লেগেছিল। আর দ্বিতীয়বার এক কোটি বিদ্যুত-চালিত গাড়ি তৈরিতে মাত্র ১৭ মাস সময় লেগেছে। চীনের বিদ্যুত-চালিত গাড়ি শিল্পের দ্রুত বৃদ্ধির মূল কারণ কি?

 

৩ জুলাই, চীনের দুই কোটি নম্বর বিদ্যুত-চালিত গাড়ি তৈরি সম্পন্ন হওয়ার অর্থ, চীনের নতুন জ্বালানি চালিত গাড়ির শিল্পায়ন ও বাজারজাতকরণের ভিত্তিতে ব্যাপক উৎপাদন ও বিশ্বায়নের নতুন পর্যায় শুরু হওয়া। বিশ্ব গাড়ি শিল্পের বিদ্যুতায়ন এবং বুদ্ধিমত্তার আপগ্রেড চীনের নেতৃত্বে ঘটছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিদ্যুত্-চালিত গাড়ির উৎপাদনের পরিমাণ টানা ৮ বছর বিশ্বের প্রথমস্থান দখল করে আছে এবং ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে চীনের উত্পাদিত বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।

 

চায়না অটোমোবাইল অ্যাসোসিয়েশনের নির্বাহী উপপ্রধান ফু বিং হুই বলেছেন, প্রথম ১ কোটি বিদ্যুত্-চালিত গাড়ি উৎপাদন করতে ১৫ বছর এবং দ্বিতীয় এক কোটি গাড়ির উত্পাদনে সময় লেগেছে ১৭ মাস। বিভিন্ন নীতি এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এ শিল্পের সমর্থনে চীন যথাক্রমে ৭০টিরও বেশি নীতি গ্রহণ করেছে।

 

চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মতে চীনে উৎপাদিত বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে, যা চীন বিশ্বের বৃহত্তম বিদ্যুত-চালিত গাড়ির উৎপাদন, বিক্রয় ও রপ্তানির দেশ হিসাবে অবস্থান জোরদার করেছে। নতুন দফা বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লবে বিদ্যুত-চালিত গাড়ি শিল্প চীনকে প্রাধান্য দিয়েছে। ভবিষ্যতে এ ক্ষেত্রে উচ্চ মানের সহযোগিতা ও উন্মুক্তকরণ করবে চীন এবং চীনের বিদ্যুত-চালিত গাড়ি কোম্পানি বিদেশে বিনিয়োগ করবে।

 

২০২০ সালের সেপ্টেম্বর মাসে চীনে বিদ্যুত-চালিত গাড়ি তৈরির পরিমাণ ৫০ লাখ ছাড়িয়েছে, ২০২২ সালে ফেব্রুয়ারিতে তা ১ কোটি ছাড়িয়ে গেছে এবং ২০২৩ সালের জুলাই মাসে তা ২ কোটি হয়েছে। ফু চিয়ান প্রদেশের চিয়ান ত্য শহরে রয়েছে বিশ্বে বৃহত্তম পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির কেন্দ্র। এ শিল্পের বার্ষিক উত্পাদন মূল্য ২৭০ বিলিয়ন ইউয়ানের বেশি। নিং ত্য শহরের শিল্প ও তথ্যায়ন বিভাগ প্রকাশিত এক সর্বশেষ নতুন জ্বালানি শিল্পের উন্নয়ন গবেষণা প্রতিবেদনে দেখা যায় সম্ভাব্য বাজার ঝুঁকি, নিং ত্য শহরের ভূমি সম্পদের কার্যকর ব্যবহার এবং শিল্প চেনের উন্নয়ন পরিকল্পনাসহ নানা বিষয়। নিং ত্য-ও চীনে এক মাত্র পাওয়ার ব্যাটারি জাতীয় উন্নত উৎপাদন ক্লাস্টার।

 

অন্যদিকে বুদ্ধিমান নেটওয়ার্ক সংযোগ বিদ্যুত-চালিত গাড়ির উন্নয়নে সি ছুয়ান প্রদেশ ও ছুংছিং শহর সহযোগিতা করে আসছে। সি ছুয়ান প্রদেশের শক্তিশালী গবেষণা দক্ষতা আছে এবং ছুংছিংয়ে রয়েছে সম্পূর্ণ শিল্প চেইন। বর্তমানে ১৩টি সি ছুয়ান প্রদেশের বুদ্ধিমান ড্রাইভিং, অন বোর্ড চিপ ক্ষেত্রের কোম্পানি ছুংছিং বিজ্ঞান নগরীতে যোগ দিয়েছে। অনুমান অনুযায়ী তারা বার্ষিক ৫০ বিলিয়ন ইউয়ানের উত্পাদন করবে।

 

জুন মাসে একটি সম্মেলনে ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলে ভবিষ্যতে বিদ্যুত্-চালিত গাড়ি ও ইন্টেলিজেন্ট কানেক্টেড গাড়ি-বিষয়ক বিশ্বমানের শিল্প ক্লাস্টার গড়ে তোলার ঘোষণা করা হয়।

 

গাড়ি শিল্পের বড় দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত হতে চাইলে বিদ্যুত-চালিত গাড়ি শিল্প উন্নয়ন করতে হবে চীনকে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটিও একটি কৌশলগত উদ্যোগ। চীনের নতুন জ্বালানি-চালিত গাড়ি শিল্প উন্নয়ন পরিকল্পনায় বলা হয় ২০২৫ সালে, চীনের নতুন জ্বালানি-চালিত গাড়ি শিল্পের বাজার প্রতিদ্বন্দ্বিতা দক্ষতা লক্ষ্যণীয়ভাবে জোরদার করা হবে এবং আরও ১৫ বছর পর চীনের নতুন জ্বালানি-চালিত গাড়ির কেন্দ্রীয় প্রযুক্তি উন্নত আন্তর্জাতিক মানে পৌঁছাবে এবং চীনা বিদ্যুত্-চালিত গাড়ির গুণগত মান ও ব্র্যান্ড বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হবে।

(শিশির/তৌহিদ)