এস এম রিয়াজুল কবীরের সাক্ষাত্কার
2023-07-05 16:44:32

 

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন এস এম রিয়াজুল কবীর। তিনি চীনের ‘চুং ইয়ৌ শাংহাই টেক্সটাইল কোম্পানি লিমিডেট’ নামক কোম্পানির মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক। ২০১৪ সালের জুন মাস থেকে তিনি শাংহাইয়ের ফু তুং শহরে বসবাস করছেন। এই কোম্পানির প্রধান কাজ চীনা পণ্য, বিশেষ করে চীনের কাপড় বাংলাদেশের তৈরী পোশাক কারখানাতে রপ্তানি করা। এ ছাড়া, কিছু পণ্য ও যন্ত্রপাতি বাংলাদেশে রপ্তানি করাও এ কোম্পানির কাজ। রিয়াজুল চীনকে ভালবাসেন। চীনের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।